বল নিয়ে দৌড়াচ্ছেন ফুটবলাররা। তবে নিজেরা এগিয়ে গেলেও বল আটকে যাচ্ছে পানিতে। গতকাল বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচে এমন দৃশ্য দেখা গেছে বারবার। এদিন ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আর্জেন্টিনা।
এর আগে সকল ধোঁয়াশা কাটিয়ে ম্যাচ শুরুর ১৮ ঘন্টারও কম সময় আগে ভেনেজুয়ালায় পৌঁছেছিল মেসির দল। হারিকেন মিল্টনের প্রভাব কাটিয়ে আসতেও পারলেও যেন প্রকৃতি চাইছিল না সুন্দর একটা ম্যাচ হতে দিতে। আর তাই খেলা শুরুর ঘন্টা খানেক আগে নামে ঝুম বৃষ্টি, আর মাঠের বিভিন্ন অংশে জমে পানি।
তবে এমন মাঠেও এদিন এগিয়ে যেতে খুব বেশি দেরি করেনি আর্জেন্টিনা। মাতুরিনে প্রথম দিকে গোলের দেখা পেলেও দ্বিতীয়ার্ধে গোল হজম করে ১-১ ব্যবধানে ড্র করে আলবিসিলেস্তেরা। এদিন আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন নিকোলাস ওতামেন্ডি। আর ভেনেজুয়েলাকে সমতায় ফেরান সলোমান রন্দন।
এদিকে চোট কাটিয়ে দীর্ঘ প্রায় তিন মাস পর আজ আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিলেন দলের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি। ম্যাচের ১৩তম মিনিটে তার নেয়া ফ্রি কিক থেকে জালে বল জড়ান ওতামেন্ডি।
বক্সের অনেক বাইরে থেকে মেসির নেয়া জোরালো ফ্রি কিক শট লাফিয়ে উঠে রুখে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। তবে তারপর সেই বল তার সতীর্থের গায়ে লেগেই চলে যায় বক্সের মধ্যে থাকা ওতামেন্ডির পায়ে। কোন ভুল না করে সহজ সুযোগে গোল করেন তিনি।
এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় ভেনেজুয়েলা। তবে মাঠ ভিজা থাকার কারণে বল নিয়ে বেশি ছোটাছুটি করতে না পারায় বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটেই ভরসা রাখে তারা। যদিও প্রথমার্ধে কোন সফলতার দেখা পায়নি ভেনেজুয়েলা।
আরও পড়ুন:
» ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পারল না বাংলাদেশের মেয়েরা
» প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তি গড়লেন জ্যোতি
দ্বিতীয়ার্ধে ফিরেও ম্যাচে সমতা আনার চেষ্টা চালায় স্বাগতিকরা। অপরদিকে সুযোগ বুঝে বারবার প্রতিপক্ষ বক্সের মধ্যে ঢুকে পড়ে আর্জেন্টাইন ফুটবলার। তবে আর কোন সফলতার দেখা পায়নি তারা। উল্টো ম্যাচের ৬৫ তম মিনিটে গোল হজম করে বসে মেসির দল।
ডি বক্সের বাম দিক থেকে সতীর্থের বাড়ানো দারুন এক বল লাফিয়ে উঠে হেড করেন সলোমান রন্ডন। তার জোরালো হেডে পরাস্ত হয় আর্জেন্টাইন গোলরক্ষক। অসাধারণ এই গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিক ভেনেজুয়েলা।
এরপর শেষ দিকে আর কোন গোল দেখা যায়নি ম্যাচে। মেসি বল নিয়ে বক্সে ঢুকে আক্রমণ চালালেও তা রুখে দেয় প্রতিপক্ষের গোলরক্ষক। জয়ের দেখা না পেলেও লাতিন আমেরিকা ফুটবলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৯।
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৪/এফএএস