অলিম্পিক বাছাইয়ে চূড়ান্ত পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে ২-২ গোলে রুখে দিয়েছে স্বাগতিক ভেনেজুয়েলা। তিন লাল কার্ডের এই ম্যাচে শেষ মুহূর্তে যোগ করার সময়ের দশম মিনিটে শেষ গোল করে ম্যাচে সমতা ফেরায় ভেনেজুয়েলা। লাল কার্ড ছাড়াও এই ম্যাচে আরও পাঁচটি হলুদ কার্ডের দেখা মেলা।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার স্পোর্টস ভেন্যুতে মুখোমুখি হয় দুই দল। এর আগে গ্রুপ পর্বের খেলায় পাঁচ দলের মধ্যে শীর্ষে থেকেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। অপরদিকে ভিন্ন গ্রুপ থেকে দ্বিতীয় অবস্থানে থেকে এই রাউন্ডে উঠেছে ভেনেজুয়েলা।
ম্যাচের শুরু থেকেই আক্রমাত্মক খেলতে থাকে দু’দল। তবে ম্যাচের ১৬তম মিনিটে প্রতিপক্ষের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন আর্জেন্টাইন গোলকিপার লিওনার্দো ব্রেই। ম্যাচের ৩৯ মিনিটে আর্জেন্টাইন ফুটবলারের দূর থেকে নেয়া শট রুখতে গিয়ে হেড করে নিজের জালেই আত্মঘাতী গোল দিয়ে বসেন ভেনেজুয়েলার ভিভাস।
৩২ ফাউলের এই ম্যাচে প্রথমার্ধের শেষ সময়ের এক ফাউলকে কেন্দ্র করে মাঠে দুই দলের ফুটবলার দের মাঝে তৈরি হয়ে উত্তেজনতার পরিস্থিতি। এতে করে উভয় দলের দুজন ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দ্বিতীয় আর্ধে দশ ফুটবলার নিয়ে গোটা সময় খেলেছি দুই দল।
তবে দ্বিতীয় আর্ধের ৬১ মিনিটে থিয়াগো আলমাডার গোল থেকে ম্যাচে লিড পায় আর্জেন্টিনা। এক গোলে এগিয়ে থেকে জয়ের দিকে এগোতে থাকে মেসি-সুয়ারেজদের উত্তরসূরীরা। তবে ম্যাচে যোগ করার সময়ের শেষ মুহূর্তে ডি বক্সের মধ্যে ফাউল করে ভেনেজুয়েলাকে পেনাল্টি উপহার দেন আর্জেন্টাইন ডিফেন্ডার গোনজালো লুজান।
শেষ সময়ে ম্যাচে ফেরার সুযোগ পেয়ে হাতছাড়া করেনি ভেনিজুয়েলার কেভিন কেলসি। নিখুঁত শটে গোল করে আর্জেন্টিনাকে হতাশায় ডোবান তিনি। এদিকে ফাউল করে ম্যাচের তৃতীয় খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখে মাকে ছেড়েছেন লুজান। শেষ পর্যন্ত ২-২ গোলে সমতায় থেকে শেষ হয় রোমাঞ্চ ছাড়ানো ম্যাচ।
চূড়ান্ত পর্বে খেলা চার দলের মধ্যে সেরা দু’দল পাবে আসন্ন প্যারিস অলিম্পিকে খেলার টিকেট। এই পর্বের প্রতিটি দল একে অন্যের সঙ্গে খেলবে তিনটি করে ম্যাচ। আগামী ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ ম্যাচে ১১ ফেব্রুয়ারি মাঠে নামবে চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা ব্রাজিলের বিপক্ষে।
আরও পড়ুন: প্রাক-অলিম্পিক: চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচেই হোঁচট খেল আর্জেন্টিনা-ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৪/এফএএস