Connect with us
ফুটবল

শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়িয়ে ড্র করল আর্জেন্টিনা

Argentina u23 vs Paraguay u23 olympic qualifiers
অলিম্পিক বাছাই পর্বের প্রথম ম্যাচে ড্র করল আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের ধারাবাহিক সাফল্যের পাশাপাশি অনর্ধ্ব-২৩ দল এবার প্যারিস অলিম্পিকে ভালো করার পরিকল্পনা করেছিল। তবে বাছাই পর্বের প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়ে ড্র করেছে আর্জেন্টিনা। এতে করে অলিম্পিকের টিকিট নিশ্চিত করা সহজ হবে না আর্জেন্টিনার।

গতকাল রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় বাছাইপর্বের ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচে পিছিয়ে পড়ে পরাজয়ের শঙ্কা জেগেছিল আলবিসেলেস্তেদের। তবে লুসিয়ানো গুনদোর শেষ মিনিটের গোলে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও কাঙ্খিত সফলতা পায়নি দলটি। এতে করে গোল শূন্য ব্যবধানে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরেও আক্রমণ অব্যাহত রাখে হাভিয়ের মাসচেরানোর দল।

তবে ম্যাচের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্যারাগুয়েকে লিড এনে দেন দিয়েগো গোমেজ। তারপর একাধিকবার চেষ্টা করেও সমতায় ফিরতে না পারলে শঙ্কা যাগে বাছাই পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের। শেষ পর্যন্ত অবশ্য হার এড়াতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা।

ক্লদিও এচেভেরির বাড়িয়ে দেয়া বল থেকে ৯০তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা লুসিয়ানো গুনদো। এতে করে প্রথম ম্যাচে ড্র করে পাঁচ দলের মধ্যে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে গ্রুপের সেরা দুই দল নিশ্চিত করবে প্যারিস অলিম্পিকের টিকিট। 

অলিম্পিক বাছাই পর্বে ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে প্যারাগুয়ে, পেরু, চিলি এবং উরুগুয়ে অনূর্ধ্ব-২৩ দল। দিনের অন্য ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে পেরু। শেষ দুই অলিম্পিকে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।

আরও পড়ুন: আবারও সৌদিতে ক্যাম্প করতে চায় বাংলাদেশ ফুটবল দল

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল