আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। সেই লক্ষ্যে দু’টি প্রীতি ম্যাচ খেলবে কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
প্রথম প্রীতি ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তীতে আগামী ১৫ জুন গুয়াতেমালার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে লিওনেল মেসিরা।
আর্জেন্টিনা-ইকুয়েডরের ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে ম্যাচটি সরাসরি দেখা যাবে। ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্ক, অ্যাস্ট্রো সুপারস্পোর্ট, টিওয়াইসি স্পোর্টস, টেলিভিশন পাবলিকা, মোভিস্টার, ফিফা প্লাস ইত্যাদি প্লাটফর্মে ম্যাচটি উপভোগ করা যাবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন পেজে ও গ্রুপে ম্যাচটি দেখা যাবে।
আরও পড়ুন:
» প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে কাল মাঠে নামছে বাংলাদেশ
» শেষ সময়ে গোল করে ব্রাজিলকে জেতালেন সেই এনড্রিক
এদিকে, কোপা আমেরিকার আগে চিরচেনা ছন্দে ফিরেছে ব্রাজিল। দরিভাল জুনিয়র দায়িত্বে আসার পর থেকে বদলে গেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুত করতে সেলেসাওরা ২টি প্রীতি ম্যাচ খেলবে।
যার প্রথমটিতে আজ (রোববার) মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এনড্রিকের শেষ মুহূর্তের গোলে দলটিকে ৩-২ গোলে হারিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। আগামী বৃহস্পতিবার (১৩ জুন) দ্বিতীয় প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে ভিনিসিয়ুস-এনড্রিকরা।
ক্রিফোস্পোর্টস/৯জুন২৪/বিটি