Connect with us
অন্যান্য

ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ আটে আর্জেন্টিনা

Argentina Futsal
ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ আটে আর্জেন্টিনা

জয়রথ ছুটেই চলেছে আর্জেন্টিনার। ফুটসাল বিশ্বকাপে গ্রুপপর্বে শুরু হওয়া জয়ের ধারা অব্যাহত রেখে শেষ আটে জায়গা করে নিয়েছে সাদা-আকাশীরা। সুপার সিক্সটিনের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। আর এই হারে আসর থেকে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছিল ম্যাচটি। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা। তবে ম্যাচের দুই অর্ধে একটি করে দুটি গোল দিয়ে শেষ হাসি হাসে মেসির দেশের ফুটসাল প্লেয়াররা।

ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখার পাশাপাশি মাতিয়াস রোসা ও অ্যালান ব্রান্ডির পা থেকে আসা দুটি গোলের জয়ে আনন্দে ভাসে দলটি। অন্যদিকে মাথা নিচু করে মাঠ ছাড়ে ক্রোয়াটরা।

আরও পড়ুন:

» বাংলাদেশের সমর্থক রবিকে হেনস্তার অভিযোগ কতটা সত্যি?

» আইপিএলে নতুন চমক ব্রাভোর

এর আগে গ্রুপপর্বের তিন ম্যাচেও জিতেছিল আর্জেন্টাইনরা। গ্রুপ ‘সি’ থেকে ইউক্রেনের জালে ৭ গোল দিয়ে আসর শুরু। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জয়। আর শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে ওঠে দলটি।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে কাজাখস্তানের বিরুদ্ধে। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩০ সেপ্টেম্বর।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য