জয় দিয়ে ২০২৪ কোপা আমেরিকার যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (বুধবার) লাতিনের শক্তিশালী দল চিলির মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচ দিয়ে আট বছরের পুরোনো স্মৃতি আবারও উকি মারছে। ২০১৬ সালে কোপার ফাইনালে এই মাঠেই মেসিদের হৃদয়বিদারক হার উপহার দিয়ে শিরোপা জিতেছিল চিলি। আট বছর পর সেই ফাইনালের মঞ্চে আবারও চিলিকে মোকাবিলা করবে লিওনেল মেসিরা।
অবশ্য মাঠের শক্তিমত্তার বিচারে বর্তমানে চিলির চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যেখানে চিলির অবস্থান ৪০ নম্বরে। ২০১৬ সালের সেই ফাইনালের পর আর্জেন্টিনার বিপক্ষে কোনো জয়ের দেখা পায়নি চিলি। শেষ ৬ ম্যাচে ৩টিতে জিতেছে আলবিসেলেস্তেরা এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। তাই আগামীকাল ফেভারিট হিসেবেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
» ইতালির শেষ মিনিটের গোলে ক্রোয়েশিয়ার বিদায়
» প্রথম বিশ্বকাপে অংশ নিয়েই রেকর্ডবুকে রিশাদ
সরাসরি দেখবেন যেভাবে
ব্রাজিল ও কোস্টারিকার মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের স্পোর্টস ভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস। পাশাপাশি অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও উপভোগ যাবে ম্যাচটি।
এছাড়া অনলাইনে ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে ম্যাচটি সরাসরি দেখা যাবে।
ক্রিফোস্পোর্টস/২৫জুন২৪/বিটি