Connect with us
ফুটবল

ব্রাজিল ম্যাচের আগে নতুন দুশ্চিন্তায় পড়ল আর্জেন্টিনা

Argentina Football Team in World Cup qualifiers
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি- সংগ্রহীত

বিশ্বকাপ বাছাইপর্বের সুপার ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ইনজুরির কারণে লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও পাওলো দিবালা আগেই ছিটকে গেছেন। এবার নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না নিকোলাস গঞ্জালেস। ফলে আক্রমণভাগ নিয়ে নতুন দুশ্চিন্তায় কোচ লিওনেল স্ক্যালোনি।

আজ শনিবার উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে বছর শুরু করে আর্জেন্টিনা। এদিন ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে প্রতিপক্ষের ডিফেন্ডারের মুখে লেগে যায় গঞ্জালেসের বুট। এতে রেফারি বিনা দ্বিধায় তাকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাকে পাবে না আর্জেন্টিনা।

আগে থেকেই চোটের কারণে দলে নেই প্রধান তিন ফরোয়ার্ড। তাদের অভাব পূরণ করতে গঞ্জালেসের ওপর ছিল গুরু দায়িত্ব। এবার তার অনুপস্থিতি আর্জেন্টিনার আক্রমণভাগকে আরও দুর্বল করে দিয়েছে। এই অবস্থায় ব্রাজিলের বিপক্ষে স্ক্যালোনি কাকে খেলাবেন, তা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

 

আরও পড়ুন:

» বাড়ি নির্মাণে বাধা পেয়ে সাফজয়ী ঋতুপর্ণার আক্ষেপ

» উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের পথে এগিয়ে গেল আর্জেন্টিনা


আগামী ২৬ মার্চ ভোরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের দারুণ ছন্দে রয়েছে আলবিসিলেস্তেরা। ২৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে তারা। বাকি ৫ ম্যাচে আর ১ পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে তারা। আর ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল।

এদিকে ব্রাজিল শিবিরেও সমস্যা কম নয়। চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন, মিডফিল্ডার গার্সন এবং নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। তাদের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন ওয়েভারটন, জোয়াও গোমেজ, এডারসন ও ডিফেন্ডার ভেরালদো। সুপার ক্লাসিকোর আগে দুই দলই পড়েছে দুশ্চিন্তায়।

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল