২০২৩ সালের সর্বশেষ ফুটবল র্যাঙ্কিং হালনাগাদ করল ফিফা। গেল প্রায় ৮ মাস যাবত র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা এবারও ধরে রাখল তাদের অবস্থান। এতে করে আলবিসেলেস্তারা নতুন বছর শুরু করবে তালিকার চূড়ায় থেকে। এদিকে বছরের শুরুতে শীর্ষে থাকা ব্রাজিল নেমে গেছে রাঙ্কিংয়ের পাঁচ নম্বরে।
গত বছর কাতার বিশ্বকাপ জয়ের পরও বছরের শেষ র্যাঙ্কিং হালনাগাদে আর্জেন্টিনা ছিল দ্বিতীয় অবস্থানে। তখনও শীর্ষস্থান দখল করে রেখেছিল ব্রাজিল। তবে ২০২৩ সালের প্রথম হালনাগাদে ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে যায় আর্জেন্টিনা। সেই থেকে এখন পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার পর র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে ধারাবাহিক ভাবে রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম এবং ব্রাজিল। দুই ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে পর্তুগাল। গেল বছরের অবস্থান ধরে রেখে ছয় নম্বরেই আছে নেদারল্যান্ড। আট নয় এবং দশ নম্বরে যথাক্রমে রয়েছে স্পেন, ইতালি এবং ক্রোয়েশিয়া। এদিকে অপরিবর্তিত ১৮৩ নম্বরেই অবস্থান করছে বাংলাদেশ।
গেল কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। সেই থেকে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য আলবিসেলেস্তারা। এক ম্যাচে উরুগুয়ের কাছে হার ব্যতীত সকল ম্যাচেই ফলাফল ছিল তাদের পক্ষে। ধারাবাহিক পারফরমেন্সের কারণে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা অনেকটাই অনুমেয় ছিল আর্জেন্টিনার জন্য।
তবে কাতার বিষয়ে পর থেকে সময়টা মোটেই ভালো যাচ্ছে না সেলেসাওদের। শেষ নয় ম্যাচের পাঁচটিতেই পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায়ও তারা নেমে এসেছে ৬ নম্বরে। তাই বছরের শুরুতে শীর্ষে থাকা দলটি ধারাবাহিক ব্যর্থতায় নেমে এসেছে ফিফা র্যাঙ্কিংয়ের পঞ্চম অবস্থানে।
আরও পড়ুন: যেসব পরিবর্তন নিয়ে আগামীকাল শুরু হচ্ছে বিপিএলের নতুন মৌসুম
ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৩/এসএফ/এজে