বাংলাদেশ থেকে আর্জেন্টিনার দূরত্বের ব্যবধান হাজার হাজার মাইল হলেও এই দূরত্ব কমিয়ে দিয়ছে ফুটবল। এর আগে ফুটবলে বাংলাদেশিদের কাছ থেকে অসংখ্য সমর্থন পাওয়া দেশটি এখন সমর্থন জানাচ্ছে বাংলাদেশের ক্রিড়াঙ্গনকেও। সম্প্রতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে ২য় রাউন্ডে ওঠায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
ফুটবলে অনেক আগে থেকেই বাংলাদেশিদের সমর্থন পাচ্ছে আর্জেন্টিনা। তবে কাতার বিশ্বকাপে তা অনেক বেশি নজর কেড়েছে আর্জেন্টাইনদের। এরপর থেকেই খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসছে তারা। গত কয়েকদিন আগেই বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে এএফএ। এবার বাংলাদেশ ফুটবল দলকেও অভিনন্দন জানিয়েছে তারা।
গতকাল শুক্রবার এএফএ নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেইজে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য বাংলাদেশকে অভিনন্দন! আমরা আশা করি একদিন বড় মঞ্চে দেখা হবে।’
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে পরাজিত করে বাংলাদেশ। ফলে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে স্থান করে নেয় জামাল ভূইয়ারা। আগামী ১৬ই নভেম্বর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে অষ্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন: মালদ্বীপকে হারিয়ে আরও একটি সুখবর পাচ্ছে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৩/এমটি/এজে