উজবেকিস্তানে চলমান ফিফা ফুটসাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইউক্রেনকে হারিয়ে ফাইনাল উঠেছে ব্রাজিল। এবার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এই ম্যাচে দলটির প্রতিপক্ষ ফ্রান্স।
এবারের ফুটসাল বিশ্বকাপে সি গ্রুপ থেকে খেলছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল ইউক্রেন, আফগানিস্তান ও অ্যাঙ্গোলা। তাদের বিপক্ষে টানা তিন জয় নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় দলটি।
শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। তাদেরকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। এরপর কোয়ার্টারে কাজাখস্তানকে প্রতিপক্ষ হিসেবে পায় তারা। সেখানে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়ে সেমির টিকিট কেটেছে একবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
» বিশ্বকাপে দুর্দান্ত শুরু, যা বললেন বাংলাদেশের অধিনায়ক
» লিলে-র বিপক্ষে হারার পর যা বললেন রিয়াল কোচ আনচেলত্তি
অন্যদিকে গ্রুপ এফ থেকে টুর্নামেন্টে অংশ নিয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে দুই জয় ও এক হারে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্ব নিশ্চিত করে দলটি। এরপর শেষ ষোলোতে থাইল্যান্ডকে ৫-২ গোলে এবং কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে সেমির টিকিট কেটেছে ইউরোপের শক্তিশালী এই দলটি।
এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্স কেবল ১ ম্যাচে হেরেছে। এখন দেখার পালা আর্জেন্টিনার জয়ের ধারা অব্যাহত থাকবে নাকি তাদেরকে প্রথম হারের স্বাদ দিয়ে ফাইনালে উঠবে ফ্রান্স।
আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) তাসখন্দের হুমো অ্যারেনায় আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি দেখুন ‘ফিফা প্লাস’ টিভিতে।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৪/বিটি