কাতারের বিশ্বকাপের মুখোমুখি হয়েছে ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ফ্রান্স। দির্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে লিওনেল মেসির নেতৃত্বে ফাইনালে আলবিসেলেস্তেরা। মেসিদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। এর আগেও বিশ্বমঞ্চে দেশ দুটি মুখোমুখি হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় শিরোপা জয়ের লড়াইয়ে কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি, টি-স্পোর্টসে।
এদিকে একই স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মেসি ও আলভারেজ জুটি ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে পৌঁছে যায়। পরদিন বুধবার আল বাইত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
আর্জেন্টিনা সেমিতে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে আর ফ্রান্সে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের মঞ্চ নিশ্চিত করে।
আরও পড়ুন : ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেন, কে এই সূর্যকুমার
অপদিকে দুদল এ পর্যন্ত ১২ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে প্রীতি ম্যাচ ৮টি ও ইন্ডিপেন্ডেন্ট ম্যাচ ১টি। এছাড়া বিশ্বকাপে ৩টি ম্যাচ খেলে দুদল। বিশ্বকাপে ৩ ম্যাচের দুটিতে জয় আর্জেন্টিনার অপরদটি ফ্রান্সের। সেই জয়টি সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে। সেই ম্যাচে ফ্রান্স আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। শেষ পর্যন্ত সেবার ফরাসিরা শিরোপা নিয়ে ঘরে ফেরে।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২২/এসএ