Connect with us
ফুটবল

আজ আর্জেন্টিনা-জার্মানি সেমিফাইনাল, লাইভ দেখবেন কিভাবে

আর্জেন্টিনার বড়দের মত ছোটরাও দেখছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। সেই লক্ষ্যে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে আজ জার্মানির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ৩-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে পা রাখে এচেভেরির দল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির জুনিয়র টিম। এই ম্যাচে বাড়তি নজর থাকবে আর্জেন্টাইন তরুণ ফুটবলার ক্লদিও এচেভেরির দিকে। তিনি শেষ আটের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক।

ম্যাচটি কোনো টিভিতে লাইভ দেখাবে না। ফিফা প্লাসের ওয়েবসাইটে দেখা যাবে সরাসরি। আর্জেন্টিনা-জার্মানি সেমিফাইনাল ম্যাচটি সরাসরি দেখুন এই লিঙ্কে ক্লিক করে।

জার্মানির সাথে ম্যাচ নিয়ে আর্জেন্টাইন কোচ দিয়াগো প্লাসেন্ট বলেন, ‘আমরা এখন আরাম করতে চাই না। আমরা ছেলেদের সাথে অনেক কাজ করেছি এবং উন্নতি করেছি। আমরা জানি আমরা ইতিহাস গড়তে পারি। আমাদের সিনিয়র দল গত বছর বিশ্বকাপ জিতে আমাদের গর্বিত করেছে এবং আমরাও তাই করার চেষ্টা করব। আমরা ক্ষুধার্ত।’

নতুন মেসি আখ্যায়িত এচেভেরির বিষয় জানতে চাইলে কোচ বলেন, ‘ক্লাউডিও সত্যিই একজন উৎকৃষ্ট খেলোয়াড়। তিনি ক্রমাগত উন্নতি করছেন, এবং তাকে এখনও অনেক কিছু শিখতে হবে। তিনি তার খেলার মান দেখিয়েছেন এবং তিনি খুব গ্রাউন্ডেডও। তিনি দলের সাথে কথা বলেন যেমন একজন নেতা করেন, পিচের বাইরে এবং উভয় ক্ষেত্রেই। তাই আমি তাকে আমার অধিনায়ক হিসেবে বেছে নিয়েছি।’

এর আগে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় জার্মানি। চলতি বছর উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ জিতেছে জার্মানি। একই বছর উয়েফা চ্যাম্পিয়নশিপ ও অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়ের নতুন রেকর্ড গড়তে চাইবে জার্মানি।

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ নিয়ে জার্মান কোচ ওয়াক বলেন, ‘আমরা জানি আর্জেন্টিনার শক্তি কী। আমরা এখানে কার্যকর ফুটবল খেলতে চাই এবং আমরা শেষ পর্যন্ত বিজয়ী হতে চাই। আমাদের তরুণ খেলোয়াড়রা বিশ্বাস করে তাদের বিশ্বকাপ জেতার ভালো সুযোগ আছে এবং আমি নিশ্চিত যে তারা সেটা কাজে লাগাতে পারবে।’

একই মাঠে সন্ধ্যা ছয়টায় অপর সেমিফাইনালে মাঠে নামবে ফ্রান্স ও মালি অনূর্ধ্ব-১৭ দল। আগামী ২ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে এই দুই ম্যাচে জয়ী উভয় দল।

আরও পড়ুন: গ্রুপসেরা হয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে আল-নাসর

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৩/এফএস/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল