মেসিদের মতো ট্রফি ঘরে তুলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনা নারী ফুটবল দল। তাদের সেও স্বপ্নভঙ্গ হয়েছে সুইডেনের কাছে হেরে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে টুর্নামেন্টের নবম আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ০-২ গোলে সুইডিশদের কাছে স্বপ্ন বিসর্জন দিয়েছে আর্জেন্টিনার মেয়েরা। অন্তত একবার ট্রফিটা ছুয়ে দেখার স্বপ্নটাও সত্যি হলো না আলবিসেলেস্তদের।
ফিফার র্যাংকিংয়ে ২৮ নম্বরে থাকা দলটির গ্রুপ পর্ব থেকে এমন বিদায় মেনে নিতে পারছেন না সমর্থকরা। এবারের আসরে ৩ ম্যাচে ১ ড্র ও ২ হারে ১ পয়েন্ট নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আকাশি নীলরা।
এদিকে বুধবার নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বাচা মরার লড়াই। নকআউট পর্বে যেতে সুইডেনের সঙ্গে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার সামনে।
এমন সমীকরণে মাঠে নেমে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক হলেও প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে খেই হারায় আর্জেন্টিনা। এতে পাল্টা আক্রমণে ম্যাচের ৬২ মিনিটে প্রথম গোল পায় সুইডেন।
এরপর ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনার মেয়েরা প্রতিপক্ষকে আর পরীক্ষায় ফেলতে পারেনি। বরং শেষ সময়ে পেনাল্টি থেকে গোল করে জয় আর্জেন্টিনার বিদায় নিশ্চিত করে সুইডেন।
আসরে প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করলেও সুইডেনের কাছে শেষ রক্ষা হলো না।
আরও পড়ুন: বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মরক্কোর নারী ফুটবলার বেনজিনা
ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৩/এসএ