ম্যাচে নির্ধারিত সময়ের তিন মিনিট পূর্বে গোল জড়িয়ে জয়ের আনন্দে মাতে গেল বারের রানার্সআপ দল আর্জেন্টিনা। আর এতে করে ফুটসাল বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট কাটল একবারের চ্যাম্পিয়ন দলটি।
গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। হাইভোল্টেজ ম্যাচে ফ্রান্সকে ৩-২ গোলে পরাজিত করে আর্জেন্টিনা।
ইতোমধ্যেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইউক্রেনকে হারিয়ে ফুটসাল বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে রেখেছিল ব্রাজিল। এবার ফুটসালের ফাইনালে প্রথমবারের মতো দুই চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে।
এর আগে প্রথম সেমিফাইনালে ইউক্রেনকে শেষ মুহূর্তের গোলে পরাজিত করে ১২ বছর পর টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সর্বোচ্চ পাঁচ বারের শিরোপা জয়ী ব্রাজিল। এবার তাই নিজেদের হেক্সা পূরণের লক্ষ্যেই মাঠে নামবে সেলেসাওরা।
আগামী রোববার (৬ অক্টোবর) রাত ৯টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার এই শিরোপার লড়াই। নিজেদের দ্বিতীয় ফুটসাল বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আলবিসিলেস্তেরা ও ষষ্ঠ শিরোপা জয়ের জন্যে মাঠে নামবে ব্রাজিল।
এর আগে সবশেষ ২০১২ ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ব্রাজিল। সেবার স্পেনকে হারিয়ে ট্রফি ধরে রেখেছিল ব্রাজিল। এরপর টানা দুই আসরে ফাইনালের টিকিট পায়নি সর্বোচ্চ শিরোপা জয়ীরা। আর গত আসরে কাজাখস্থানের কাছে হেরে বিদায় নিয়েছিল সেমি থেকে।
অপরদিকে গত ২০২১ ফুটসালের ফাইনালেও উঠেছিল আর্জেন্টিনা। তবে পর্তুগালের সঙ্গে হেরে রানার্সআপ হয়ে বিদায় নিতে হয়েছিল তাদের। তার আগের ২০১৬ আসরে রাশিয়াকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার নিজেদের পুরনো প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে ট্রফির লড়াই চালাবে তারা।
আরও পড়ুন: জয়ের দিনে অনন্য কীর্তি নাহিদার
ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৪/এফএএস