ফুটসাল বিশ্বকাপের এবারের আসর শুরু হয়েছে দুদিন হতে চলল। গতকাল রাতে এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে গত আসরের রানার্সআপ আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচেই ইউক্রেনকে হারিয়ে উড়ন্ত শুরু পায় তারা।
এবারের ফিফা ফুটসাল বিশ্বকাপ আসর বসেছে উজবেকিস্তানে। গতকাল রোববার দিবাগত রাতে তাসখন্দের হুমো অ্যারেনায় ইউরোপিয়ান প্রতিপক্ষ ইউক্রেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। যেখানে ইউক্রেনকে ৭-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে আকাশী-নীলের প্রতিনিধিরা।
এদিন ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে এরপর দারুন ভাবে ঘুরে দাঁড়ায় একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একে একে ৭ গোল প্রতিপক্ষের জালে জড়ায় আর্জেন্টিনা। আর এতেই ২৪ দলের এই টুর্নামেন্টে শুরুটা দারুন ভাবে করল তারা।
গত আসরে টানা দ্বিতীয়বারের মতো ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এর আগে ২০১৬ সালে ফুটসালের শিরোপা জিতলেও গেল ২০২১ এর আসরে পর্তুগালের কাছে হেরে ট্রফি ধরে রাখতে ব্যর্থ হয় তারা। এবার তাই ফুটসালের শিরোপা জয়ের উদ্দেশ্যেই আসর শুরু করেছে আর্জেন্টিনা।
এদিকে তাদের আরেক চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলও ফুটসালের এবারের আসর শুরু করেছে অসাধারণ জয় দিয়ে। কিউবাকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের ফুটসাল যাত্রা শুরু করে তারা। টুর্নামেন্টের সর্বোচ্চ ৫ বারের শিরোপা জয়ীরা এবার মুখিয়ে থাকবে নিজেদের হেক্সা পূরণের।
আরও পড়ুন: ‘ভারত আর পাকিস্তান এক নয়, বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা’
ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৪/এফএএস