আগামীকাল (২৬ জুলাই) থেকে প্যারিসে শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে সমধিক পরিচিত অলিম্পিক গেমস। তবে তার আগেই মাঠে গড়ানো ফুটবল ইভেন্ট নিয়ে ইতোমধ্যে বিতর্কের মুখে আয়োজকরা। মূলত ২ ঘণ্টা পর আর্জেন্টিনার গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েই এই বিতর্ক যার ফলে পরবর্তীতে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।
গতকাল (২৪ জুলাই) অলিম্পিকের ফুটবল ইভেন্টে আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ শেষে ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় দেশটির ফেডারেশন। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জানিয়ে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম আজ (২৫ জুলাই) তাদের প্রতিবেদনে জানিয়েছে।
বুধবার (২৪ জুলাই) আর্জেন্টিনা-মরক্কো লড়াইয়ের দুই অর্ধে করা সোফিয়ান রাহিমির জোড়া গোলে ওটামেন্ডি-আলভারেজদের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দেশ মরক্কো। এরপরই দুর্দান্ত কামব্যাকের গল্প লেখে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৬৮ তম মিনিটে গুইলিয়ানো সিমিওনের গোলে ও অতিরিক্ত সময়ের ১৬ তম মিনিটে ক্রিশ্চিয়ান মেডিনার গোলে ২-২ সমতায় ফেরে আকাশী-নীলরা।
আরো পড়ুন : রাজস্ব আয়ের অনন্য রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ
কিন্তু মরক্কান সমর্থকদের কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়ানোয় দুই ঘণ্টার জন্য খেলা বন্ধ রাখা হয়। পরে ফের খেলা শুরু হলেও ভিএআরে মেডিনার করা দ্বিতীয় গোলটি বাতিল করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন আলবিসেলেস্তে ফুটবলাররা। তখন আরও তিন মিনিট রেফারি খেলা চালালেও কোন দলই গোলের দেখা না পাওয়ায় ২-১ গোলের হার সঙ্গী হয় আর্জেন্টিনার।
বিষয়টি নিয়ে এএফএ সভাপতি তাপিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘উভয় দলের অধিনায়কেরই মত ছিল খেলা আবার শুরু না করার জন্য। কিন্তু তাদের মতামতকে এখানে গুরুত্ব দেয়া হয়নি। অন্য দলের দর্শকদের সহিংসতার ফল আর্জেন্টাইন প্রতিনিধিরা কেন ভোগ করবে! এটি নিরর্থক বিষয় যা টুর্নামেন্টের নিয়মের বরখেলাপও বটে। এএফএ এর পক্ষ থেকে ইতোমধ্যে ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে আমরা অভিযোগ করেছি। আমরা আশা করি, এ বিষয়ে ফিফা যথাযথ উদ্যোগ নেবে ও দায়ীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’
দল এভাবে হেরে যাওয়ায় নিজের ইনস্টাগ্রাম একাউন্টে ‘অবিশ্বাস্য’ লিখে পোস্ট করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৪/এমএস