হালনাগাদ করা নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। গত মার্চ মাসে আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে খেলা ছিল ছোট-বড় সব দলেরই। ফিফা উইন্ডোর ম্যাচে ফলাফলের প্রভাবই পড়েছে দলগুলোর র্যাঙ্কিংয়ে যেখানে কোন দল এগিয়েছে তো কোন দল পিছিয়ে গেছে।
এই যেমন নতুন ফিফা র্যাঙ্কিংয়ে অবনমনের মুখ দেখেছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ১৮৩ নম্বর থেকে ১৮৪ নম্বরে নেমে গেছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল। সবশেষ ফিফা উইন্ডোতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দুই ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে মুখোমুখি হয়ে দু’টি ম্যাচেই হারতে হয়েছিল লাল-সবুজদের। এরই প্রভাব পড়েছে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে।
তবে অবস্থান অপরিবর্তিত আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিংয়ে তালিকার শীর্ষস্থান এখনো ধরে রেখেছে লিও মেসির আর্জেন্টিনা। সবশেষ মার্চ উইন্ডোতে দুই প্রীতি ম্যাচে খেলতে নেমে এল সালভাদরকে ৩-০ এবং কোস্টারিকাকে ৩-১ গোলে হারায় আলবিসেলেস্তেরা। তারই সুফল পেল টানা এক বছর র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখার মধ্য দিয়ে।
অন্য দিকে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তারা এখনও পাঁচ নম্বরেই অবস্থান করছে।
র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা ফ্রান্সের অবস্থানও অপরিবর্তিত রয়েছে। কেভিন ডি ব্রুইনার বেলজিয়াম অবশ্য উন্নতি করেছে। ইংল্যান্ডকে টপকে তালিকার তিনে উঠে এসেছে ইউরোপের ছোট দেশটি। সেরা দশে থাকা বাকি পাঁচ দেশ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি এবং লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।
আরও পড়ুন: বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে প্রিমিয়ার লিগ, লা লিগা কোথায়?
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৪/এমএস/এমটি