Connect with us
ফুটবল

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সামনে জার্মানি, ব্রাজিলের প্রতিপক্ষ কে?

Crifo BRA vs ARG
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা সামনে জার্মানি, ব্রাজিলের প্রতিপক্ষ কে?

বিদায়ের শঙ্কা কাটিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সুপার সিক্সটিনে পা রেখেছে আর্জেন্টিনা। কলম্বিয়ায় চলমান নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপের এফ গ্রুপের শেষ ম্যাচে কোস্টারিকার কিশোরীদের ১-০ গোলে হারিয়েছে মেসির দেশের নারীরা।

এর আগে গ্রুপের প্রথম ম্যাচে কোরিয়ার কাছে ৬-২ গোলে উড়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে মাত্র একটি পয়েন্ট তুলেছিল লা আলবাসিলেস্তারা। ২৪ দলের মধ্যে এফ গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে খেলবে আর্জেন্টিনা। এতে করে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মানিকে।

এর আগে সুপার সিক্সটিন নিশ্চিত করেছিল ব্রাজিলও। গ্রুপ বি থেকে সবগুলো ম্যাচ জিতে পরের রাউন্ডে গেছে সেলেসাওরা। ওই গ্রুপ থেকে ফ্রান্স ও কানাডা দ্বিতীয় রাউন্ডে খেলবে। কিন্তু ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সহজ প্রতিপক্ষ পেয়েছে। খেলবে ক্যামেরুনের বিরুদ্ধে।

আরও পড়ুন :

» অন্তিম সময়ে গোল খেয়ে সিরিজ হাতছাড়া হলো বাংলাদেশের

» আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টসহ আজকের খেলা (৯ সেপ্টেম্বর ২৪)

দ্বিতীয় রাউন্ড এর খেলা শুরু হবে আগামী বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটা থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও কানাডা। একই দিন একই সময়ে ভিন্ন মাঠে নামবে ব্রাজিল ও ক্যামেরুন।

একই দিন সকাল সাতটায় ভিন্ন ভিন্ন মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কলম্বিয়া খেলবে দক্ষিণ কোরিয়ার মেয়েদের বিরুদ্ধে। আর মেক্সিকোর প্রতিপক্ষ ইউএসএ।

পরদিন শুক্রবার (১৩সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটায় ভিন্ন মাঠে দুটি ম্যাচের প্রথমটাতে খেলবে উত্তর কোরিয়া ও অস্ট্রিয়া এবং আরেক ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও আর্জেন্টিনা।

একই দিন সকাল সাতটায় শুরু হওয়া দুটি ম্যাচের প্রথমটায় মুখোমুখি হবে ফ্রান্স ও নেদারল্যান্ডস এবং পরেরটাতে খেলবে জাপান ও নাইজেরিয়া।

এই ষোলো দলের আটটি ম্যাচের বিজয়ী আট দলকে নিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে সেমিফাইনালের সমীকরণ। আর ২৩ সেপ্টেম্বর ভোর সাড়ে তিনটায় অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে এবারের আসর।

ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল