উজবেকিস্তানে চলমান ফিফা ফুটসাল বিশ্বকাপের ম্যাচে আজ বৃহস্পতিবার রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে গত আসরের রানার্সআপদের প্রতিপক্ষ আফগানিস্তান। তাসখন্দের হোমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
গত ১৪ সেপ্টেম্বর ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠেছে। এবারের আসরে ছয় গ্রুপে ভাগ হয়ে মোট ২৪টি দল অংশ নিয়েছে। যেখানে গ্রুপ সি থেকে অংশ নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ সি-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইউক্রেন, আফগানিস্তান ও অ্যাঙ্গোলা।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে ১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছিল ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
» বাংলাদেশ বনাম ভারত : প্রথম টেস্টে দুদলের সম্ভাব্য একাদশ
» ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব
অন্যদিকে আফগানিস্তানও তাদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলাকে ৬-৪ গোলের ব্যবধানে হারিয়েছিল এশিয়ার এই দলটি।
গ্রুপ সি এর প্রতিটি দল এখন পর্যন্ত ১টি করে ম্যাচ খেলেছে। ১টি করে জয় নিয়ে পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা ও আফগানিস্তান। আজকের ম্যাচে যারা জয় পাবে, তারাই শেষ ষোলোর দৌড়ে এগিয়ে যাবে। এছাড়া প্রথম ম্যাচে হারের মুখ দেখা অ্যাঙ্গোলা ও ইউক্রেন যথাক্রমের টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।
আর্জেন্টিনা বনাম আফগানিস্তানের ম্যাচটি ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাবে।
ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৪/বিটি