গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ফুটসাল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা। এবার নিজেদের শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠে গেল আলবিসিলেস্তেরা।
গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাতে অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। যেখানে প্রতিপক্ষকে ৯-৫ গোলের ব্যবধানে হারায় আলবিসিলেস্তেরা।
আর্জেন্টিনার জয়ের রাতে হ্যাটট্রিকসহ ৫ গোল করেন অ্যালান ব্র্যান্ডি। এছাড়া একটি করে গোল পেয়েছেন অ্যাঞ্জেল ক্লাউদিনো, লুকাস ত্রিপোদি, ক্যাভিন অ্যারিয়েটা ও ক্রিশ্চিয়ান বুরুতো। অ্যাঙ্গোলর হয়ে জো হ্যাটট্রিক করেন। অ্যাডেরিটো করেছেন আরেকটি গোল। অপরটি আসে আত্মঘাতী হিসেবে।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। আর পরের ম্যাচে আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে রেখেছিল আলবিসিলেস্তেরা। এবার অ্যাঙ্গোলাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন রয়ে শেষ ষোলোতে গেল আর্জেন্টিনা।
২৪ দলের এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। যেখানে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে এক বারের ফুটসাল বিশ্বকাপ জয়ীরা। আর গ্রুপ পর্বে সব ম্যাচ হেরে টেবিলের তলানিতে অ্যাঙ্গোলা। এদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আছে ‘এ’ গ্রুপে। যারাও গ্রুপের সব ম্যাচ জিতে শীর্ষে থেকেই উঠেছে দ্বিতীয় রাউন্ডে।
আরও পড়ুন: ভারতের কাছে প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৪/এফএএস