দুর্দান্ত ছন্দে এগিয়ে যাচ্ছে মেসির উত্তরসূরীরা। আর্জেন্টিনার বড়দের মত ছোটরাও দেখছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। সেই লক্ষ্যে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে লড়ছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয়েছে ম্যাচটি।
ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির জুনিয়র টিম খেলছে। এরই মধ্যে শেষ হয়েছে হাফটাইমের খেলা। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। পরে হাফটাইম থেকে এসে আরেকটি গোল দেয় জার্মানি।
ম্যাচের ৯ মিনিটে প্যারিস ব্রুনারের গোলে এগিয়ে যায় জার্মানি। ৩৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারা। কিন্তু ১৩ মিনিটের ব্যাবধানে দুটি গোল খেয়ে পিছিয়ে পড়ে জার্মানি। দুটি গোলই আসে আর্জেন্টাইন নাম্বার নাইন ফ্যাবিয়ান অগাস্টিনের পা থেকে। ৩৬ মিনিট ও ৪৫+৪ মিনিটে পরপর দুটি গোল করেন তিনি। বিরতির পর প্যারিস ব্রুনারের গোলে আবারও সমতায় ফেরে জার্মানরা।
এর আগে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ৩-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে পা রাখে এচেভেরির দল। ম্যাচটি কোনো টিভিতে লাইভ দেখাবে না। ফিফা প্লাসের ওয়েবসাইটে দেখা যাবে সরাসরি।
টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় জার্মানি। চলতি বছর উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ জিতেছে জার্মানি। একই বছর উয়েফা চ্যাম্পিয়নশিপ ও অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়ের নতুন রেকর্ড গড়তে চাইবে জার্মানি।
একই মাঠে সন্ধ্যা ছয়টায় অপর সেমিফাইনালে মাঠে নামবে ফ্রান্স ও মালি অনূর্ধ্ব-১৭ দল। আগামী ২ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে এই দুই ম্যাচে জয়ী উভয় দল।
আরও পড়ুন: আজ আর্জেন্টিনা-জার্মানি সেমিফাইনাল, লাইভ দেখবেন কিভাবে
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৩/এজে