Connect with us
ফুটবল

এগিয়ে গিয়েও প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার হার

Lionel Messi
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

১১ মিনিটের মাথায় এগিয়ে গেলো আর্জেন্টিনা। সেই চিরচেনা রূপ লিওনেল মেসিদের। বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামবে, গোল করবে এবং জিতবে। এটাই তো লিওনেল মেসিরা দেখিয়ে এসেছেন। তবে কিছুক্ষণ পর-ই পাল্টে গেল দৃশ্যপট। সমতায় ফিরতে খুব বেশি সময় নিলো না প্যারাগুয়ে।

ল্যাটিন আমেরিকা অঞ্চলে আজ (শুক্রবার) বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে আর্জেন্টিনা। এই ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে অসহায় আত্মসমর্পণ করেছেন মেসিরা।

এ ম্যাচে খেলা শুরু ১১ মিনিটের মাথায় লাওতারো মার্তিনেজের গোলে এগিয়ে যাই আর্জেন্টিনা। তবে খুব বেশিক্ষণ এগিয়ে থাকা হয়নি আর্জেন্টিনার। এর ৮ মিনিট পর-ই বাইসাইকেল কিকে গোল করে সমতায় ফেরান আন্তোনিও সানাব্রিয়া।

২৫ মিনিটে নাহুয়েল মোলিনার ক্রসে সুযোগ পান লিওনেল মেসি। তবে বল লক্ষ্যে রাখতে পারেননি বিশ্বসেরা এই ফুটবলার। ৩২তম মিনিটে আর্জেন্টিনা অধিনায়কের চমৎকার বাড়ানো বল নাগাল পাননি হুলিয়ান আলভারেস। পেলে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারতো আর্জেন্টিনার। এরপর আর তেমন সুযোগ পায়নি কোনো দল-ই। ফলে ১-১ গোলে সমতায় রেখে বিরতিতে যাই দুই দল।

দ্বিতীয়ার্ধের ২ মিনিট পর আবারও প্যারাগুয়ের চমক। ওমর আলদেরে হেডে ২-১ গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। ডিয়েগো গোমেজের ফ্রি কিক থেকে পাওয়া বল দারুণ ভাবে আর্জেন্টিনার জালে জোড়ান আলদেরে।

৬৯তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আর্জেন্টিনা। বাঁ প্রান্ত থেকে হুলিয়ান আলভারেজের বাড়ানো বল পান রদ্রিগো দি পল। প্যারাগুয়ে গোলকিপার গাতিতো ফার্নান্দেজকে একা পেয়েও যান তিনি। তবে পোস্টের ওপর দিয়ে ভাসিয়ে মারলে সুযোগ হাতছাড়া হয় বিশ্ব চ্যাম্পিয়নদের।

খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে মেসির ক্রস থেকে ভ্যালেন্তিন কাস্তেয়ানোর হেড একটুর জন্য মিস হয়। পোস্টের একটু বাইরে দিয়ে বল বেরিয়ে যাই। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে পরাজয় বরণ করতে হয় মেসিদের।

দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ২২ পয়েন্ট মেসিদের। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কলম্বিয়া। আজকের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ব্রাজিল। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ইকুয়েডর। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয়ে প্যারাগুয়ে। এই তালিকার শীর্ষে থাকা ৬ দল খেলবে ২০২৬ বিশ্বকাপে।

আরও পড়ুনঃ ভিনির পেনাল্টি মিসে ভেনেজুয়েলার বিপক্ষে জেতা হলো না ব্রাজিলের

ক্রিফোস্পোর্টস/১৫ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল