Connect with us
ফুটবল

প্রায় দুই ঘন্টা পর গোল বাতিলে মরক্কোর কাছে হারল আর্জেন্টিনা

আর্জেন্টিনা বনাম মরক্কো ম্যাচ। ছবি- সংগৃহীত

দ্বিতীয়ার্ধে যোগ করা ১৫ মিনিটের খেলাও যখন শেষ হয়ে ম্যাচের অন্তিম বাঁশি বাজার অপেক্ষা, তখন গোল করে সমতায় ফিরল আর্জেন্টিনা। ক্রিশ্চিয়ান মেডিনার গোল থেকে ২-২ গোলে সমতা ফেরায় আলবিসিলেস্তেরা। তবে তখন শেষ হয়নি ম্যাচ; তবে বন্ধ করতে হয় খেলা। চূড়ান্ত ফলাফলের জন্যে অপেক্ষা বাড়ে আরও প্রায় দুই ঘন্টা। যেখানে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে মরক্কো।

মূলত আর্জেন্টিনার শেষ মুহূর্তের গোলের পর মাঠে তৈরি হয় বিশৃঙ্খলা। মরক্কোর ভক্তরা নেমে আসেন মাঠে। আর্জেন্টাইন ফুটবলারদের লক্ষ্য করে ছোঁড়া হয় বাজি। এতে করে বন্ধ হয়ে যায় ম্যাচ। তবে প্রথমে ভাবা হয়েছিল খেলা হয়তো এখানেই শেষ। তবে ম্যাচ অফিসিয়ালরা জানিয়ে দেয় খেলা বাকি আরও ৩০ সেকেন্ড। যা পরবর্তীতে ৩ মিনিট বাড়ানো হয়েছিল।

প্রায় পৌনে ২ ঘন্টা ম্যাচ বন্ধ থাকার পর আবারও মাঠে নামে ফুটবলাররা। তখন ভিএআর চেক করে রেফারি জানান আর্জেন্টিনার সর্বশেষ গোলটি হয়েছে অফসাইড। যাতে করে ম্যাচে সমতা ফেরানো গোলটি হয়ে যায় বাতিল। শেষ পর্যন্ত বাকি সময়ে আর কোনো দল করতে পারেনি কোনো গোল। এতে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।

প্যারিস অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে এদিন শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রেখেছিল আফ্রিকান এই দেশটি। গেল ফিফা বিশ্বকাপেও চমক দেখিয়ে তারা উঠে গিয়েছিল সেমিফাইনালে। আজ ম্যাচে প্রথমে দুই গোলে এগিয়ে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আল খানোসের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন আশরাফ আল হাকিমি।

বিরতি থেকে ফিরে তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে মরক্কো। ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। স্পট কিক নিতে আসেন দলের সেরা তারকা হাকিমি। ম্যাচে তার দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় মরক্কো। তবে এরপর আর্জেন্টিনার হয়ে গোল করে ব্যবধান কমিয়ে আনেন গুইলিয়ানো সিমিওনে। তার গোলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখে আর্জেন্টিনা।

তবে অফসাইডে শেষ পর্যন্ত কপাল পুঁড়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। পরাজয় দিয়ে শুরু করা টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে আছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে মরক্কো বাদে আছে ইরাক ও ইউক্রেন। আগামী শনিবার সন্ধ্যে ৭ টায় ইরাকের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা।

আরও পড়ুন: এশিয়া কাপ : সর্বোচ্চ রানের নজির গড়ে সেমির পথে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল