Connect with us
ক্রিকেট

আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ হঠাৎ কেন বাতিল?

Argentina vs Nigeria
আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া। ছবি- সংগৃহীত

মাস গড়ালেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চীনের মাটিতে নাইজেরিয়া ও আইভরি কোস্টের প্রীতি ম্যাচ খেলার কথা। আগামী মার্চের সেই ম্যাচ দুটোর মধ্যে নাইজেরিয়ার সঙ্গে ম্যাচটির আয়োজন হঠাৎ বাতিল ঘোষণা করেছে চীন।

শুক্রবার চীনের হাংঝুতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি বাতিল করে দিয়েছে দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আইভরি কোস্টের সঙ্গে ম্যাচটি হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

হঠাৎ কেন ম্যাচ বাতিল?

এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশি দূর যেতে হবে না। ঘটনার সূত্রপাত সাম্প্রতি ইন্টার মায়ামির হংকং সফর ঘিরে। বহুল আলোচিত ম্যাচটি ঘিরে মেসি ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে—মোটা অঙ্কের অর্থ খরচ করে টিকিট কিনে গ্যালারি কানায় কানায় পূর্ণ করে ফেলেছিলেন হংকংয়ের ফুটবলপ্রেমীরা। অথচ সেই ম্যাচে মেসিকে খেলানোই হয়নি। চোটের কারণ দেখিয়ে মেসিকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল।

এ নিয়ে তীব্র সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেন মায়ামি অধিনায়ক লিওনেল মেসি ও ক্লাব কর্তৃপক্ষ। ম্যাচের আয়োজকরাও টিকিটের অর্ধেক মূল্য ফেরত দেওয়ার কথা জানান। দুঃখ প্রকাশের পর ক্ষোভের আগুন কিছুটা কমলেও তেতে থাকা হংকংয়ের সমর্থকদের উস্কে দিয়েছি আরেকটি ঘটনা। সেই ম্যাচের তিন দিনের মাথায় জাপানি দল ভিসেল কোবের বিপক্ষে ম্যাচে শেষ দিকে মাঠে নামেন মেসি—এতেই তেতে থাকা সমর্থকরা তীব্র ক্ষোভ জানান।

বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়, এসব ঘটনার প্রভাবেই চীনে আসন্ন আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ম্যাচ বাতিল হয়েছে। এসব পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় চীনের ক্রীড়া কর্তৃপক্ষ। তবে আইভরি কোস্টের সঙ্গে ম্যাচ নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি চীনা কর্তৃপক্ষ।

‘বলা হয়, বর্তমান পরিস্থিতি সবাই জানে। বর্তমানে প্রীতি ম্যাচটি আয়োজনের জন্য পরিবেশ যথাযথ নয়। এ কারণে, এই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: কাল মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, জয়ী দল খেলবে প্যারিসে 

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৪/এসএ 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট