ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও রয়েছে দারুন ছন্দে। আসন্ন বিশ্বকাপের জন্য খেলা বাছাই পর্বে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। এবার চলতি বছরের সর্বশেষ ফিফা উইন্ডোতে আরও একবার মাঠে নামবে আলবিসিলেস্তেরা। আগামীকাল ভোরে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আগামীকাল শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে বাছাই পর্বের এই ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত নিজেদের খেলা ১০ ম্যাচে ৭ জয়ে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে আর্জেন্টিনা। এবার নিজেদের ১১তম ম্যাচ খেলতে প্যারাগুয়ের মাঠে খেলতে নামবে মেসির দল।
বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দেখায় প্যারাগুয়েকে হারিয়েছিল আর্জেন্টিনা। ঘরের মাঠে ১-০ ব্যবধানে জয় তুলে নিতে পারলেও প্রতিপক্ষের মাঠে ম্যাচটি একদমই সহজ হবে না। কেননা ঘরের মাঠের সুবিধা নিতে অভিনব কৌশল অবলম্বন করছে প্যারাগুয়ে। স্থানীয় কোন দর্শক আর্জেন্টিনা বা মেসির জার্সি পরে প্রবেশ করতে পারবেন না মাঝে।
সরাসরি যেভাবে দেখবেন আর্জেন্টিনার খেলা:
বাংলাদেশ কিংবা উপমহাদেশের কোন টিভি চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে না আর্জেন্টিনার এই ম্যাচ। তবে অনলাইনে স্পোর্টজফাই অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখা যাবে। লাইভ স্ট্রিম অ্যাপ ফ্যানাটিজ ইউএসএতেও দেখা যাবে এই খেলা। এছাড়া ইয়াসিন টিভি অ্যাপ থেকে সরাসরি দেখা যাবে আর্জেন্টিনার ম্যাচ।
আরও পড়ুন:
» ভারত-দক্ষিণ আফ্রিকার খেলা ১৮ মিনিট বন্ধ ছিল যে কারণে
» মেসি বা আর্জেন্টিনার জার্সিতে ঢোকা যাবে না স্টেডিয়ামে!
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৪/এফএএস