Connect with us
ফুটবল

ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা, মেসিহীন দলে হাল ধরবে কে?

Argentina Football
ভোরে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

চলতি মাসে লাতিনের বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামীকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে চিলির মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার এল মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

কোপা আমেরিকার ফাইনালের প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। গত ১৯ আগস্ট বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছিল আলবিসেলেস্তেরা। তবে ইনজুরিতে থাকায় এই দলে জায়গা হয়নি লিওনেল মেসির।

গত জুয়াইয়ে কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়েন মেসি। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই মহাতারকা। তবে দলের সেরা খেলোয়াড়ের অনুপস্থিতিতে আগামীকাল চিলির বিপক্ষে কেমন একাদশ সাজাবেন কোচ লিওনেল স্কালোনি!

আরও পড়ুন:

» মোরসালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

» টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানে অলআউটের বিশ্বরেকর্ড 

চিলির বিপক্ষে গোলরক্ষক হিসেবে বরাবরের মতোই দায়িত্ব পালন করবেন এমি মার্টিনেজে। দুই সেন্টার ব্যাক হিসেবে দেখা যেতে পারে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওতামেন্ডিকে। লেফট ব্যাক হিসেবে দেখা যেতে পারে নিকোলাস ত্যাগলিয়াফিকো। রাইট ব্যাক হিসেবে নাহুয়েল মলিনা অথবা গঞ্জালো মন্টিয়েলকে দেখা যাবে।

এই ম্যাচে অধিনায়কত্ব করবেন মাঝমাঠের দায়িত্বে থাকা রদ্রিগো ডি পল। তাকে সঙ্গে দেখা যেতে পারে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজকে। এছাড়া লিয়ান্দ্রো পারেদেসেরও শুরুর একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত কোপার ফাইনাল থেকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া। ফলে মেসি-ডি মারিয়াবিহীন আর্জেন্টিনার আক্রমণভাগ নতুন করে সাজাতে হবে স্কালোনিকে।

চিলির বিপক্ষে আক্রমণভাগে নেতৃত্ব দেবেন কোপার ফাইনালে জয়সূচক গোল দেওয়া লাউতারো মার্টিনেজ। এছাড়া উইঙ্গার হিসেবে দুইপাশে নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো ও হুলিয়ান আলভারেজের মধ্যে দুইজনকে দেখা যেতে পারে।

ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল