Connect with us
ফুটবল

গোলশূন্য ড্র করেও ফাইনাল রাউন্ডে উঠলো আর্জেন্টিনা

ARGENTINA
গোলশূন্য ড্র করেও ফাইনাল রাউন্ডে উঠলো আর্জেন্টিনা। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

ব্রাজিল-আর্জেন্টিনার মহাদেশ লাতিন আমেরিকা অঞ্চলে চলছে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ১১তম আসর বসেছে ইকুয়েডরে, খেলছে কোপা আমেরিকার ১০টি দেশ। যেখানে গ্রুপ ‘এ’ তে খেলছে আর্জেন্টিনার মেয়েরা আর গ্রুপ ‘বি’ তে আছে ব্রাজিলের নারী দল। টুর্নামেন্টের গ্রুপপর্বে মাত্র একটি ম্যাচ জিতে এবং কোন ম্যাচ না হেরে তিনটা ড্র করে ফাইনাল রাউন্ডে আর্জেন্টিনা নারী দল। দুই গ্রুপ থেকে ৬টি দল খেলবে ফাইনাল রাউন্ডে।

নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিলো পেরুর বিপক্ষে আর্জেন্টিনার মেয়েরা। গতকাল গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টাইন মেয়েরা। নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ১-১ গোলে ড্রর পর আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে পয়েন্ট টেবিলের তিনে থেকে ফাইনাল রাউন্ডে আর্জেন্টিনা নারী দল।

আরও পড়ুন: ব্রাজিলের দুই জয়, প্রথম ম্যাচ ড্রর পর আর্জেন্টিনার ঘাম ঝরানো জয়

গ্রুপ ‘এ’ থেকে তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনাল রাউন্ডে উঠেছে প্যারাগুয়ে। আর দুই জয় ও এক ড্র ও এক হারে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে ফাইনাল রাউন্ডে উঠেছে পেরু। গ্রুপ ‘এ’ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে ও ইকুয়েডর।

অপর দিকে একটি করে ম্যাচ বাকি থাকতেও ‘বি’ গ্রুপের ফাইনাল রাউন্ডের দুই দল নিশ্চিত হয়েছে। বাকি রয়েছে একটি দল। এই গ্রুপে তিনটি করে ম্যাচ খেলে শতভাগ জয়ে ৯ পয়েন্ট করে পেয়েছে ব্রাজিল ও কলম্বিয়া। এই দুই দল খেলবে ফাইনাল রাউন্ডে। আর ভেনেজুয়েলা ও চিলির মধ্যেকার ম্যাচে বিজয়ী দল খেলবে পরের রাউন্ডে।

আগামীকাল ভোর ৩টায় ভেনেজুয়েলা ও চিলি। আর ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া। যারা জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলবে ফাইনাল রাউন্ডে। ‘বি’ গ্রুপ থেকে বিদায় নেয়া দল হলো বলিভিয়া।

আরও পড়ুন: যে কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালো শান্ত-লিটনরা

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল