Connect with us
ফুটবল

মেসির হাত ধরে যে ৮ আসরের ফাইনালের মঞ্চ ছুঁয়েছে আর্জেন্টিনা

Messi's achievements in the history of the Copa America
মেসির কোপা জয়। ছবি- সংগৃহীত

ফুটবলে এক আবেগের নাম লিওনেল মেসি। যার হাত ধরে অসংখ্য সাফল্য এসেছে আর্জেন্টাইন শিবিরে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফিটিও আলবিসিলেস্তেদের জিতিয়েছেন এই ফুটবল তারকা। ৩৭ বছর বয়সেও বেশ ছুঁটে চলেছেন মাঠে। নিয়মিত করছেন একের পর এক রেকর্ড। দলকে এখনও এনে দিচ্ছেন অসংখ্য সাফল্য।

গতকাল কানাডাকে হারিয়ে কোপা আমেরিকায় চলতি আসরের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হাত ধরে আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে আলবিসিলেস্তেরা। এর আগে সবশেষ ২০২১ কোপা আমেরিকাও মেসির হাত ধরে জিতেছিল তারা। এবার টানা দুই শিরোপা জয়ের লক্ষ্যে কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা।

অভিষেকের পর থেকেই নিয়মিত নিয়মিত জাতীয় দলের হয়ে পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন মেসি। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৮ টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন এই খুদে জাদুকর। যার মধ্যে সর্বোচ্চ পাঁচ কোপা আমেরিকার ফাইনালে দলকে নিয়ে গেছেন তিনি। এছাড়া একটি অলিম্পিক ও দুটি বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনাকে খেলাতে রেখেছেন অবদান।

সর্বপ্রথম ২০০৭ কোপা আমেরিকার ফাইনালে খেলেছিল মেসির দল আর্জেন্টিনা। সেবার অবশ্য ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপর ২০০৮ চীন অলিম্পিকে আর্জেন্টিনাকে শিরোপা জিতেছিল মেসি। এরপর ২০১৪ ফিফা বিশ্বকাপের ফাইনালেও মেসির হাত ধরে উঠেছিল আর্জেন্টিনা। তবে সে বার চ্যাম্পিয়ন হয় জার্মানি।

এরপর ২০১৫ এবং ২০১৬ টানা দুই কোপা আমেরিকার ফাইনালে উঠেছিলেন লিওনেল মেসি। তবে দুবারই চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। এরপর সবশেষ ২০২১ সালের কোপা আমেরিকায় ফের ফাইনালে ওঠে আলবিসিলেস্তেরা। তবে সেবার শিরোপা নিয়েই ঘরে ফেরে মেসির দল। তারপর সেই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে ২০২২ বিশ্বকাপও ঘরে তোলে আর্জেন্টিনা।

এবার ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মেসির হাত ধরে অষ্টম বারের মত কোন শিরোপা লড়াইয়ের ফাইনালে উঠে এসেছে তারা। এদিকে কোপার ফাইনালে ওঠার পথে নতুন এক কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। ক্রিস্টিয়ানো রোনালদোর পর আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন লিওনেল মেসি।

আরও পড়ুন: মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন রদ্রিগেজ

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল