Connect with us
ফুটবল

কলম্বিয়ার কাছে হারের পর দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

Cristian Romero suspended after yellow card against Colombia
টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হলেন রোমেরো। ছবি- সংগৃহীত

অবশেষে হোঁচট খেল আর্জেন্টিনা। টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের অপরাজিত যাত্রা থামিয়েছে কলম্বিয়া।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। এই ম্যাচে ২-১ গোলে হেরেছে সফরকারীরা। এই হারের পর দুঃসংবাদ পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে পরবর্তী ১ ম্যাচে জন্য নিষিদ্ধ হয়েছেন দলের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। এর ফলে অক্টোবরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারবেন না এই টটেনহ্যাম তারকা।

আরও পড়ুন:

» সারের হয়ে দ্বিতীয় ইনিংসেও সাকিবের দুর্দান্ত বোলিং

» প্যারাগুয়ের কাছে ব্রাজিলের লজ্জার হার, ক্ষমা চাইলেন ভিনি

এর আগে চিলির বিপক্ষে হলুদ কার্ড দেখেন রোমেরো। গত রাতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে  হলুদ কার্ড দেখেন এই বিশ্বকাপজয়ী তারকা। ফলে নিয়ম অনুযায়ী পরবর্তী এক ম্যাচ খেলতে পারবেন না তিনি।

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কলম্বিয়া। সেই ম্যাচে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। এবার ঘরের মাঠে মেসিবিহীন আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়া প্রতিশোধ নিয়েছে বলা যায়।

সবশেষ ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে উরুগুয়ের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এতে প্রায় ৯ মাস পর হারের মুখ দেখল তারা। এই হারের পরও টেবিলের শীর্ষেই রয়েছে দলটি। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে কলম্বিয়া।

ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল