আগামী ২০ জুন থেকে মাঠে গড়াতে যাচ্ছে লাতিন আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে যাচ্ছে কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে মেসি বাহিনী। তার আগে নতুন করে সুখবর পেল আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন নিয়ে নিজের ব্যাপারে নিশ্চয়তা দিলেন বিশ্বকাপ জয়ী কোচ।
দীর্ঘ দিন পর লিওনেল স্কালোনির হাত ধরেই ২০২১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল মেসি-ডি মারিয়ারা। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপও ঘরে তোলে লিওনেল স্কালোনির শিষ্যরা। দুই বছর পর আবারও কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু হঠাৎ করেই চলতি বছরে জোর গুঞ্জন ওঠে, শূঘ্রই জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন স্কালোনি।
অবশেষে এই গুঞ্জনের অবসান ঘটালেন আলবিসেলেস্তে কোচ। এই আর্জেন্টাইন নিজেই জানিয়েছেন, আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন যত দিন চাইবে স্কালোনি ততদিনই জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করতে চান। কোপা আমেরিকায় মাঠে নামার আগে দু’টি প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সেরে নিতে চায় স্কালোনির দল।
আরো পড়ুন : চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলার ভিনিসিয়ুস, সেরা তরুণ বেলিংহাম
গতকাল ০২ জুন (রবিবার) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন আর্জেন্টাইন কোচ। সেখানে তিনি কোপার পরও জাতীয় দলের ডাগ আউটে থাকতে চান বলে জানান। স্কালোনি বলেন, ‘বছরটা খুব একটা ভালো যায়নি। সত্যি বলতে গেলে, গত নভেম্বরেও সব কিছু এতটা ইতিবাচক ছিল না। তবে এখন সেটা ভিন্ন বিষয়, এএফএ সভাপতি যত দিন চান তত দিন আমি এখানে থাকতে চাই।’
পাশাপাশি দলের অধিনায়ক মেসির শারীরিক অবস্থা নিয়ে সুখবর দেন স্কালোনি। তিনি জানান, লিও এখন পুরোপুরি ফিট। সোমবার (০৩ মে) সে দলের সঙ্গে অনুশীলন করবে।
ক্রিফোস্পোর্টস/০৩জুন২৪/এমএস