গেল ফিফা বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তারপর থেকে অবনতি হয় এই দুদেশের মাঝে সম্পর্ক। সম্প্রতি কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান গাইতেও শোনা যায় আর্জেন্টাইন ফুটবলারদের। এবার সেই ফ্রান্সে বসেছে অলিম্পিকের আসর। যেখানে ঘরের মাটিতে তারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছে আর্জেন্টিনাকে।
গতকাল শুক্রবার রাতে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছিল আলভারেজের দল। স্টেড মাটমুট আটলান্টিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ফুটবলার ও দর্শকদের মাঝে দেখা যায় উত্তেজনা। নকআউট এই ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়ে চলতি অলিম্পিক থেকে বিদায় নিশ্চিত হয় আলবিসিলেস্তেদের। ফরাসিদের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন মাতেতা।
এদিন গোটা ম্যাচে পরিসংখ্যান হিসেব করলে এগিয়েছিল আর্জেন্টিনা। বল দখল থেকে শুরু করে আক্রমণ, সব জায়গাতেই নিজেদের আধিপত্য রেখেছিল হুলিয়ান আলভারেজের দল। তবে ম্যাচের একদম শুরুতে এগিয়ে যায় ফ্রান্স। শেষ পর্যন্ত সেই গোলটাই নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল। পুরো ম্যাচে অসংখ্যবার চেষ্টা করেও গোলের শোধ দিতে পারেনি আর্জেন্টিনা।
ম্যাচের মাত্র ৫ মিনিটে মাইকেল ওলিসের কর্নার থেকে দারুন হেডে বল জালে জড়ান ফিলিপ্পে মাতেতা। ম্যাচের ৮৪ তম মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করে এগিয়ে গিয়েছিল ফরাসিরা। তবে ভিএআর চেক করে সেটি বাতিল করা হয় অফ সাইডে। শেষ পর্যন্ত আর কোন দল গোল করতে না পারলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে ফ্রান্স।
এদিকে দিনের অপর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে প্যারাগুয়েকে হারিয়েছে মিশর। তার আগে নির্ধারিত সময়ের খেলা শেষে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। এতে করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মিশর। আগামী সোমবার (৫ আগস্ট) ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে স্বাগতিক ফ্রান্সের।
আরও পড়ুন: অনুমোদন হলো চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট, থাকছে বিকল্প পরিকল্পনাও
ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৪/এফএএস