Connect with us
ফুটবল

ব্রাজিলকে গোলে ভাসিয়ে দারুণ রেকর্ড গড়লো আর্জেন্টিনা

Brazil vs Argenita

আর্জেন্টাইন ফুটবলের দ্বৈরথ চলছেই। সিনিয়রদের পাশাপাশি জুনিয়ররাও বেশ দাপুটে ফুটবল খেলছে। এমনকি ব্রাজিলকে নিয়ে তো রীতিমত ছেলেখেলা করে লজ্জা উপহার দিয়েছে। অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে কিশোর আলবাসিলেস্তারা। করেছে। ব্রাজিলের ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার বিপক্ষে এটাই সর্বোচ্চ ব্যবধানে হার।

৭১ বছরের ইতিহাসে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এর আগে কখনো তিন গোলের বেশি ব্যবধানে হারেনি ব্রাজিল। তবে এবার সেই রেকর্ডও ভাঙল আর্জেন্টিনা।

Brazil vs Argentina

ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে কিশোর আলবাসিলেস্তারা

ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়ার মাছে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনার বড় জয়ে ভূমিকা রাখেন ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভরি। দুটি গোল করেছেন এচেভরি। তার পারফরম্যান্সেই আর্জেন্টিনা পেয়েছে ঐতিহাসিক জয়।


আরও পড়ুন:

» ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ : বাছাইপর্বে বাংলাদেশের ৫ প্রতিপক্ষ

» চ্যাম্পিয়ন্স লিগে উড়তে থাকা আর্জেন্টাইন এই ফুটবলার পেলেন সুখবর

» ভিনিসিয়ুস এবার সৌদি ক্লাবের রাডারে, অবিশ্বাস্য প্রস্তাবের আভাস


ম্যাচের ৬ মিনিটে ইয়ান সুবিয়াব্রে গোল করে দলকে এগিয়ে দেন। এর দুই মিনিট পরই ক্লদিও এচেভরি স্কোরলাইন ২-০ করেন। এরপর ম্যাচের ১১ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইগর সেররো নিজের জালে বল জড়িয়ে দিলে আর্জেন্টিনা ৩-০ গোলে এগিয়ে যায়। এখানেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

Brazil vs Arg

৬টা গোল খেলেও কোনো গোল দিতে পারেনি ব্রাজিল

দ্বিতীয়ার্ধেও জাল খুঁজে পায়নি ব্রাজিল। উল্টো আবারও তিন গোল হজম। ৫২ মিনিটে আগুস্তিন রুবের্তো করেন চতুর্থ গোল। দুই মিনিট পর আবারও এচেভরির গোল। ৭৮ মিনিটে সান্তিয়াগো হিদালগো ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

ব্রাজিল এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল, যারা ১২ বার শিরোপা জিতেছে। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শীর্ষ চার দল আগামী সেপ্টেম্বরে চিলিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ খেলবে।

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল