২০২২ বিশ্বকাপের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে শুরু হচ্ছে আগামী ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব। এই বাছাইপর্ব সামনে রেখে দল গোছাতে শুরু করেছে দলগুলো। প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ওই দলে নেই চ্যাম্পিয়ন টিমের পাওলো ডিবালা ও লো সেলসো।
বৃহস্পতিবার রাতে দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার ফুটবলার। বাদ পড়েছেন বিশ্বকাপ জেতানো দলের ডিবালা ও লো সেলসো।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে আগামী ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে মেসিরা। আর ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
অনূর্ধ্ব-২৩ দলে আলো ছড়িয়ে জাতীয় দলে জায়গা পেয়েছেন লুকাস বেলত্রান, অ্যালান ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি ও লুকাস এক্সিভেল। ফিরেছেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ও ফরোয়ার্ড আনহেল কোরেয়া।
৩২ সদস্যের আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: মার্টিনেজ, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিটেজ ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, হার্মান পেজ্জেয়া, জুয়ান ফইথ, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, ওতামেন্দি, তাগলিয়াফিকো ও লুকাস এস্কিভেল।
মিডফিল্ডার: পারাদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেজ, ডিপল, ফাকুন্দো বুনানোত্তে, প্যালাসিওস, ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা ও ব্রুনো জাপেল্লি।
ফরোয়ার্ড: বেলত্রান, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ, আনহেল কোরেয়া, ডি মারিয়া, মেসি, আলভারেজ, আলেসান্দ্রো গার্নাচো ও অ্যালান ভেলাস্কো।
আরও পড়ুন: ইতিহাস গড়লেন হালান্ড, ইউরোপ সেরা হলেন কারা
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৩/এজে