দুর্দান্ত প্রতাপে চলছে আর্জেন্টিনার জয়রথ৷ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে ফুটবল অঙ্গনে নিজেদের শক্তি-সামর্থ্য যেন আরো বাড়িয়েছে দলটি৷ গত ১০ বছরে ছয় বারই বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা৷ এর মধ্যে চার বার কোপা আমেরিকা ও দুইবার খেলেছে বিশ্বকাপের ফাইনাল৷
যদিও এই দশ বছরের ফাইনালে সাফল্যের চেয়ে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গের পাল্লাই বেশি ভারী৷ ২০১৫ ও ২০১৬ সালে টানা দুইবার কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে বিদায় ঘটে আর্জেন্টিনার।এর আগে ২০১৪ সালে ব্রাজিলের ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালের শেষ মুহূর্তে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের শুরুটা হয় আলবিসেলেস্তদের৷ সেদিন বদলি হিসেবে নামা মারিও গোৎজে গোল করে মেসি-ডি মারিয়াদের রাতের ঘুম কেড়ে নেয়৷
এতসব ব্যর্থতায় পিষ্ঠ হয়ে রাগে-ক্ষোভে ফুটবলকেই বিদায় বলে দিয়েছিলেন দলটির সেরা তারকা লিওনেল মেসি৷ তবুও পতাকা ও নিজ মাতৃভূমির টানে ফিরে আসেন জাতীয় দলের জার্সিতে৷ এর পরের গল্পটা তো রূপকথাকেও ছাড়িয়ে যাবে৷
আরও পড়ুন:
» লামিন ইয়ামাল ও মেসির ভাইরাল ছবির নেপথ্যের ঘটনা
» বিশ্ব ফুটবলে ব্রাজিলের দুরবস্থার নেপথ্যে যেসব কারণ
২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে সেমিফাইনালে হারের পর আর্জেন্টিনার কোচ হয়ে আসেন লিওনেল স্কালোনি৷ বয়স কম হলেও আধুনিক ফুটবলটা বেশ ভালোই বুঝতেন স্কালোনি৷ কে জানতো এই ভদ্রলোকই বদলে দিবে আর্জেন্টিনার ইতিহাস, তৈরি করবেন অবিস্মরণীয় সব গল্প৷ তিন সিনিয়র লিওনেল মেসি, ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্ডিদের সঙ্গে এক ঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে শুরু হয় আর্জেন্টিনার নতুন উদ্যমে পথচলা৷
২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারলেও দমে যাননি স্কালোনি। ধীরে ধীরে আর্জেন্টিনাকে গড়ে তুলতে থাকেন এই শতকের সেরা দল হিসেবে। এরপরেই লিওনেল স্কালোনির প্রথম সাফল্য ধরা দেয় ২০২১ সালের কোপা আমেরিকায়৷ শুধু সাফল্য নয়, রীতিমতো ইতিহাসের পাতা উলোট-পালোট করা৷ মারাকানায় উড়তে থাকা ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটায় লিওনেল স্কালোনির তরুণ দল।
এতেও থেমে থাকেনি স্কালোনির শিরোপা জয়ের ক্ষুধা৷ ২০২২ সালের কাতার বিশ্বকাপের মঞ্চকেই যেন বেছে নেন দলের সর্বোচ্চ শক্তির প্রদর্শনী হিসেবে। গ্রুপপর্বে অপ্রত্যাশিতভাবে সৌদি আরবের কাছে হারলেও বাকি ম্যাচে অপরাজেয় দল হিসেবে চ্যাম্পিয়নের মুকুট পরেই টুর্নামেন্ট শেষ করে আর্জেন্টিনা।
আরও পড়ুন:
» কোপা আমেরিকার ইতিহাসে আর্জেন্টিনার যত শিরোপা জয়
» কোপা আমেরিকার ইতিহাসে মেসির যত অর্জন
জাতীয় দলে ব্যর্থতার কারণে যে লিওনেল মেসি অবসর নিয়েছিলেন, বছর না ঘুরতেই সেই লিওনেল মেসির নেতৃত্ব টানা দুই শিরোপা জয় করে আর্জেন্টিনা। একেই হয়ত বলে পোয়েটিক জাস্টিস৷
চলতি কোপা আমেরিকায়ও অপ্রতিরোধ্য লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে আবারও টানা তিনটি বড় আসরের ফাইনালে আলবিসেলেস্তরা। ফাইনালে শিরোপা জিতলেই দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ ও মহাদেশীয় শিরোপাসহ টানা তিনটি শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে আর্জেন্টিনা। এমন কীর্তি নেই লাতিন আমেরিকার কালজয়ী কোনো দলের৷
যদিও ইউরোপিয়ান ফুটবলে বিশ্বকাপ ও মহাদেশীয় শিরোপাসহ টানা তিন শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে একমাত্র স্পেনের৷ ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ সালের ইউরোসহ টানা তিনটি শিরোপা জিতে স্পেনের সোনালি প্রজন্মের ফুটবলার জাভি-ক্যাসিয়াসরা৷
আর্জেন্টিনার সামনেও থাকছে এই স্বপ্নপূরণের হাতছানি৷ আর মাত্র একটি জয় পেলেই ভিন্ন স্বাদের ট্রেবল জয়ের মালিক হবে আর্জেন্টিনা।
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/টিএইচ/বিটি