আগামীকাল বুধবার (১০ জুলাই) কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা ও কানাডা। শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামার আগে অবশ্য দলের অধিনায়ক লিওনেল মেসির কাল পুরো ম্যাচে খেলা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা পায়ের মাংসপেশির ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি বিশ্বকাপজয়ী কাপ্তান।
এর আগে গ্রুপপর্বের শেষ ম্যাচে এজন্য বেঞ্চে বসে ছিলেন লিও। তবে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু পুরো ফিট না থাকায় ম্যাচ জুড়ে ছন্দে ছিলেন না তিনি। এমনকি পেনাল্টি শ্যুটআউটে নিজের গোলও করতে পারেননি মেসি৷ তাই সেমির আগে আবারও তার ইনজুরি শঙ্কা জেগে উঠেছে।
এ প্রসঙ্গে কোচ লিওনেল স্কালোনির জবাবে অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা। আর্জেন্টাইন কোচের দাবি, কানাডার বিপক্ষে খেলতে পুরোপুরি প্রস্তুত লিও। সংবাদ সম্মেলনে মেসির ব্যাপারে স্কালোনি জানান, ‘লিও ঠিকভাবেই অনুশীলন শেষ করেছে। সে ভালো বোধ করছে। সুতরাং আগামীকালের ম্যাচে অবশ্যই সে খেলবে। আমরা এ বিষয়ে চিন্তিত নই। সে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’
আরো পড়ুন : এলপিএল ২০২৪ : বাংলাদেশের ক্রিকেটাররা কে কোন দলে খেলছেন
এদিকে দেশটির বিশ্বস্ত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোয়ার্টারে না খেলা ডি মারিয়াকে সেমিফাইনালে মাঠে দেখা যাবে। লিও মেসির সাথে শুরুর একাদশেই খেলতে পারেন এই ফরোয়ার্ড। শেষ চারে ৪-৩-৩ ছকে দল সাজাতে পারেন আলবিসেলেস্তে কোচ।
মূলত পূর্ণ ফিট না থাকাতেই আগের ম্যাচে খেলেননি আর্জেন্টিনাকে সবশেষ কোপা আমেরিকা জেতানো ডি মারিয়া। কোয়ার্টারের সে খেলাটি নিয়মিত সময় শেষে ১-১ সমতা থাকায় টাইব্রেকারে গড়ায়। সেখান থেকে গোলরক্ষক এমি মার্টিনেজের বীরত্বে ম্যাচটি জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
কাল আর্জেন্টিনা-কানাডার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬ টায়।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৪/এমএস