দেখতে দেখতে শেষের দিকে কোপা আমেরিকার ৪৮তম আসর। কোপার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে প্রায় দুই যুগ পর ফাইনালে উঠেছে কলম্বিয়া। আগামী সোমবার (১৫ জুলাই) আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনালের মধ্য দিয়ে কোপা আমেরিকার এবারের আসরের পর্দা নামবে। তার আগে দেখে নেওয়া যাক সাম্প্রতিক পারফর্মেন্সে কারা এগিয়ে।
চলতি আসরে এখনও অপরাজিত আর্জেন্টিনা। গ্রুপ পর্বে কানাডা, চিলি ও পেরুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আলবিসেলেস্তেরা। সেখানে ইকুয়েডরের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটে লিওনেল মেসির দল। এরপর সেমিফাইনালে কানাডার বিপক্ষে ২-০ গোলের সহজ জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
অন্যদিকে আর্জেন্টিনার মতো কলম্বিয়াও এই টুর্নামেন্টে অপরাজিত। গ্রুপ পর্বে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে থাকা সত্ত্বেও গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে লস ক্যাফেতেরোসরা। সেখানে প্যারাগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে জয়ের পর ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জেমস রদ্রিগেজের দল। এরপর কোয়ার্টারে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা। সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২৩ বছর পর কোপার ফাইনালে উঠেছে নেস্তর লরেঞ্জোর শিষ্যরা।
আরও পড়ুন:
» বিদেশি লিগে বিবর্ণ বাংলাদেশের বোলাররা
» উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে কী হয়েছিল গ্যালারিতে
দুই দলের সবশেষ মুখোমুখি দুই দেখায় দুটিতেই জিতেছে আর্জেন্টিনা। তবে সবশেষ ২৭ ম্যাচে অপরাজিত কলম্বিয়া। তার আগের ম্যাচে আর্জেন্টিনার কাছেই হেরেছিল লস ক্যাফেতেরোসরা। আর আর্জেন্টিনা অপরাজিত টানা ১০ ম্যাচে। এর ফলে সাম্প্রতিক পারফর্মেন্স বিবেচনায় কেউ কারো চেয়ে পিছিয়ে থাকছে না। তাই ফাইনালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেউ কাউকে ছাড় দিবে না তা এখনই উপলব্ধি করা যাচ্ছে। সবমিলিয়ে ফাইনালে লাতিনের দুই শক্তিশালী দলের জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
আর্জেন্টিনার ১৬তম নাকি কলম্বিয়ার দ্বিতীয় কোপার শিরোপা, তার উত্তর মিলবে আগামী সোমবার (১৫ জুলাই) ফাইনালে। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬ টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/বিটি