নেস্তোর লরেঞ্জো নাকি লিওনেল স্কালোনি! কোপা আমেরিকার ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামছে দুই আর্জেন্টাইন কোচ৷ কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তোর লরেঞ্জোর অধীনে গত কয়েক বছর ধরে অপ্রতিরোধ্য ফুটবল খেলছে কলম্বিয়া৷
২০২২ সালের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে টানা ২৮ ম্যাচে কোনো হারের মুখ দেখেনি কলম্বিয়া৷ সর্বশেষ আর্জেন্টিনার কাছেই ১-০ গোলে হেরেছিল কলম্বিয়া৷ তবে চলতি কোপা আমেরিকায় ভয়ংকর রূপে হাজির হয়েছে কলম্বিয়ানরা৷ গ্রুপপর্বে ব্রাজিলের মতো দলকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে লস ক্যাফেতেরসরা। এরপর পানামা ও টুর্নামেন্টজুড়ে উড়তে থাকা উরুগুয়েকে হারিয়ে ফাইনালে উঠে নেস্তর লরেঞ্জোর অপরাজেয় দল৷
তবে পিছিয়ে নেই লিওনেল স্কালোনির আর্জেন্টিনাও। গত ১০ বছরে ৬ বার বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির অধীনে এবার সুযোগ থাকছে বিশ্বকাপ ও মহাদেশীয় শিরোপাসহ ট্রেবল জয়ের সুযোগ।
আরও পড়ুন:
» ফাইনাল ম্যাচ উপলক্ষে কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা
» ম্যাচ শেষে ইয়ামালের জার্সি চেয়েছিলেন এমবাপ্পে
২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছরের শিরোপা নামক আক্ষেপ মেটায় আর্জেন্টিনা। এরপর বছর না ঘুরতেই ফুটবল দুনিয়াকে চমকে দিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তরা। এবার কোপা আমেরিকার ফাইনালে আরো একটি শিরোপা জিতলে লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ট্রেবল জয়ের সুযোগ থাকছে আর্জেন্টিনার।
শক্তি ও নামের বিচারে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও সমসাময়িক পারফরম্যান্সে কলম্বিয়াও ফাইনালে ছেড়ে কথা বলবে না। কলম্বিয়ার আক্রমণের প্রাণ বলা হচ্ছে হামেস রদ্রিগেজকে। ২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত খেলা এই মিডফিল্ডার ১০ বছর পরও জাতীয় দলে এসে দুরন্ত ছন্দে রয়েছেন৷ টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ছয় অ্যাসিস্ট করেছেন রদ্রিগেজ। তাই ফাইনালে আর্জেন্টিনার জন্য বাড়তি চিন্তার কারণ হতে পারেন হামেস রদ্রিগেজ।
যদিও দুই দলের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনাই যোজন যোজন এগিয়ে। কলম্বিয়া ও আর্জেন্টিনা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৪২ বার। যেখানে আর্জেন্টিনা জিতেছে ২৫ ম্যাচে ও কলম্বিয়া জিতেছে মাত্র ৯ ম্যাচে। বাকি ৮টি ম্যাচই ড্র হয়েছে।
আরও পড়ুন:
» স্পেনকে ফাইনালে তুলতে ইয়ামালের চেয়েও যার অবদান বেশি
» এমবাপ্পেকে বরণ করে নিতে রিয়ালের ‘রাজসিক আয়োজন’
কোপা আমেরিকাতেও দুই দলের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৫ বারের মুখোমুখি লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে খেলে ৯ বারই জয়ের মুখ দেখেছে আর্জেন্টিনা। অন্যদিকে কলম্বিয়া জয় পায় মাত্র ৩টিতে। বাকি ৩ ম্যাচ দেখেছে ড্রয়ের মুখ।
তবে ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দুই তারকা ফুটবলারকে ছাড়াই খেলতে হবে কলম্বিয়াকে। কার্ডজনিত কারণে ফাইনাল থেকে ছিটকে গেছেন ফর্মের তুঙ্গে থাকা ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ ও মিডফিল্ডার রিচার্ডস রিওস৷
অন্যদিকে আর্জেন্টিনার জন্য ম্যাচটি হতে যাচ্ছে আবেগে মোড়ানো৷ কোপা আমেরিকা শুরুর আগেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখার কথা জানিয়েছেন ডি মারিয়া৷ তাই এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন দলটির এই তারকা ফুটবলার। শুধু তাই নয়, এই ম্যাচ দিয়ে লিওনেল মেসিও বর্ণিল ক্যারিয়ারের ইতি টানতে পারেন।
আগামী সোমবার ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া৷ আর্জেন্টিনার লক্ষ্য থাকবে শিরোপা জয় করে ডি মারিয়া ও মেসির শেষ ম্যাচটা রাঙিয়ে রাখতে৷ অন্যদিকে কলম্বিয়ার লক্ষ্য থাকবে টানা ২৩ বছরের শিরোপার আক্ষেপ ঘোছানো৷
ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৪/টিএইচ/বিটি