বিশ্ব ক্রীড়াঙ্গনের এক পাশে চলছে ক্রিকেট বিশ্বকাপ, অন্যপ্রান্তে রাগবি বিশ্বকাপ। বর্তমানে ভারতে ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি ফ্রান্সে চলছে রাগবি বিশ্বকাপ। রাগবি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসকে ২৯-১৭ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
শনিবার (১৪ অক্টোবর) রাতে রাগবি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ওয়েলসের মুখোমুখি হয় লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। মার্সেইর স্টেড ভেলোড্রাম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরুতেই ১০-০ তে এগিয়ে যায় ওয়েলস। কিন্তু তাদের শৃঙ্খলাহীনতার কারণে আবার ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ২৯-১৭ গোলে জয়লাভ করে আলবিসেলেস্তারা। এই জয়ের মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। সেমিফাইনাল তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী শনিবার (২১ অক্টোবর) স্টেড দে ফ্রান্সে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।
এর আগে গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। চার ম্যাচে তিন জয় ও এক পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ছিল তারা। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম স্থানে ছিল ইংল্যান্ড। শুধুমাত্র ইংল্যান্ড ব্যতীত গ্রুপের বাকী ম্যাচগুলোতে জাপান, সামোয়া এবং চিলি বিপক্ষে জয়লাভ করে তারা।
আরও পড়ুন: লঙ্কান শিবিরে দুঃসংবাদ, আবারো ইনজুরির হানা
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৩/এমটি/এজে