টানা দুটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত করা আর্জেন্টিনা শেষ ম্যাচে জয় পেয়েছে। বিচ ফুটবল বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্পেনকে ৫-৪ গোলে হারিয়েছে মেসিদের দেশের বিচ ফুটবলাররা। এদিন আর্জেন্টিনার সাথে বিদায় নিয়েছে স্পেনও। বি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে গেছে ইরান আর তাহিতি।
বিচ ফুটবল বিশ্বকাপের ১২তম আসরে খেলছে ১৬ দল। ৪ গ্রুপে ৪টি করে দল খেলছে। এরই মধ্যে সবগুলো ম্যাচ জিতে ডি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। যদিও একটি ম্যাচ বাকি রয়েছে তাদের।
বি গ্রুপে প্রথম ম্যাচে তাহিতির বিপক্ষে ৪-৩ গোলে হারে আর্জেন্টিনা। পরের ম্যাচে ইরানের বিপক্ষেও ৬ গোল হজম করে আলবিসেলেস্তেরা। তবে শেষ ম্যাচটি ৫-৪ গোলে স্পেনকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে বাড়ি ফিরলো ২০২২ সালের ফুটবল চ্যাম্পিয়নরা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুবাই ডিজাইন ডিস্ট্রিকট স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও স্পেন। কোনো ম্যাচ জয় না পাওয়া আর্জেন্টিনা-স্পেন জয়ের আশায় ছিল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসি হাসে আলবিসেলেস্তেরা।
এদিন আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেন হোলমেডিলা, রুটারশমিড, পনজেত্তি, পোমার ও মেদেরো। স্পেনের হয়ে চিকি দুইটি এবং আরিয়াস ও কুমান একটি করে গোলের দেখা পান। ম্যাচ সেরা নির্বাচিত হন আর্জেন্টিনার লুকাস মেদেরো।
চারটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট আটটি দল খেলবে শেষ আটে। এরপর আগামী ২৪ ফেব্রুয়ারি ২টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ২৫ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এখনো চূড়ান্ত হয়নি। তৃতীয় কোয়ার্টারে মুখোমুখি হবে ইরান ও সংযুক্ত আরব আমিরাত। চতুর্থ কোয়ার্টারে খেলবে ইতালি ও তাহিতি। ম্যাচগুলো হবে ২২ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: বিপিএলে চট্টগ্রামের শেষ ম্যাচসহ আজকের খেলা (২০ ফেব্রুয়ারি ২৪)
ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৪/এজে