২০২২ ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে উড়ছে আর্জেন্টিনা। ফুটবলের এই সোনালী সময়ে তাদের জয়রথ চলছে ফুটসাল বিশ্বকাপেও। গ্রুপপর্বে টানা তিন জয় নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠা আর্জেন্টিনা আজ জিতলেই কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে। আজকের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী ক্রোয়েশিয়া।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। এই ম্যাচ জিতলেই শেষ আটে নাম লেখাবে লা আলবাসিলেস্তারা। ম্যাচটি কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যাবে না। তবে ফিফা প্লাস ওয়েব সাইট সরাসরি সম্প্রচার করবে।
গ্রুপপর্বের তিন ম্যাচে ১৮টি গোল দেয়া আর্জেন্টিনা আজ মাঠে নামবে কোয়ার্টার নিশ্চিত করার লক্ষ্যে। গ্রুপপর্বের প্রথম তিন ম্যাচে আফগানদের সামনে শক্তি দেখাতে না পারলেও বাকি দুটিতে দাপট দেখিয়েছে সাদা-আকাশীরা।
আরও পড়ুন:
» ঘরের মাঠে সাকিবের বিদায় দেখতে চান নাজমুল আবেদীন ফাহিম
» ১৮৬টি চার-ছক্কায় ১০০৯ রানের ইনিংসটির কথা মনে আছে তো?
গ্রুপ ‘সি’ থেকে ইউক্রেনের জালে ৭ গোল দিয়ে আসর শুরু। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জয়। আর শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে উঠেছে দলটি।
এদিকে সুপার সিক্সটিনের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে এসেছে। প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ২-১ গোলে হারের পর, দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের সামনে দাঁড়াতেই পারেনি ক্রোয়াটরা। হেরেছিল ৮-১ গোলে। তবে বাঁচা মরার শেষ ম্যাচে কিউবাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডে এসেছে।
ফুটসালের র্যাংকিংয়ে আর্জেন্টিনা আছে পঞ্চম স্থানে। আর ক্রোয়েশিয়া রয়েছে ১৫তম স্থানে। গ্রুপপর্বের ৩ ম্যাচে আর্জেন্টিনা ৭ গোল হজম করে প্রতিপক্ষের জালে ১৮টি গোল দিয়েছে। শক্তির বিচারে অনেক মেসির দেশের ফুটসাল প্লেয়াররা।
ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এজে