বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসর বসেছে দুবাইয়ে। টুর্নামেন্টে আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে মাঠে নামবে এই দুই দল।
দুবাইয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ৬ মহাদেশের মোট ১৬টি দেশ। চারটি ভিন্ন গ্রুপের ভাগ করা হয়েছে দল গুলোকে। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে ৩টি করে ম্যাচ। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল।
বিচ সকার ফুটবল বিশ্বকাপের এই আসরে আর্জেন্টিনা রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্পেন, ইরান ও তাহিত। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে আগেই টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
গেল ম্যাচে এশিয়ার দেশ ইরানের কাছে ৩-৬ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এর আগে প্রথম ম্যাচে তাহিতের কাছেও পরাজয়ের স্বাদ গ্রহণ করেছিল তিনি। ‘বি’ গ্রুপ থেকে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তাহিত এবং ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে স্পেন।
এদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ ৫ বারের শিরোপাধারী ব্রাজিল ‘ডি’ গ্রুপ থেকে দুই জয় নিয়ে আছে নিজেদের গ্রুপের শীর্ষে। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার শিরোপাজয়ী রাশিয়া নিষেধাজ্ঞার কারণে থাকছে না এই আসরে। দুটি শিরোপা রয়েছে পর্তুগালের দখলে। একবার জিতেছে ফ্রান্সও।
আগামী ২৫ ফেব্রুয়ারি ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে বিচ সকার ফুটবল বিশ্বকাপের এবারের আসরের।
আরও পড়ুন: পিএসএলের ইতিহাসে কেউ যা করতে পারেনি, তাই করলেন বাবর
ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৪/এফএএস