Connect with us
ফুটবল

সেহরির সময় মাঠে নামবে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা

Argentina match
আর্জেন্টিনা দল। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বে বেশ স্বস্তিদায়ক অবস্থানেই রয়েছে আর্জেন্টিনা। চলতি বছর অবশ্য এখন পর্যন্ত তাদের খেলা হয়নি কোন ম্যাচ। এবার মার্চের ফিফা উইন্ডোতে আগামীকাল ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আলবিসিলেস্তেরা। বছরের প্রথম খেলা হওয়ায় ম্যাচটি দিয়ে আগ্রহর কমতি ছিল না সমর্থকদের মাঝে।

তবে সে আগ্রহে কিছুটা ভাটা পড়তে পারে লিওনেল মেসি না থাকার খবরে। উরুগুয়ে ও ব্রাজিল ম্যাচের আগে চোটের কবলে পড়ে ছিটকে গেছেন এই আর্জেন্টাইন তারকা। মেসিকে ছাড়াই আগামীকাল ভোরে মাঠে নামবে লাতিন আমেরিকার বাছাই পর্বে এখন পর্যন্ত শীর্ষে থাকা দলটি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ৫টা ৪৫ মিনিটে।

এদিকে ছিটকে গেলেও দলকে সমর্থন করবেন বলে জানিয়েছেন মেসি, ‘জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি খুবই বিশেষ ম্যাচ খেলতে না পারা দুঃখজনক। কিন্তু শেষ মুহূর্তে একটি ছোট চোট আবার আমাকে খেলা থেকে বিরতি নিতে বাধ্য করেছে। দল থেকে আমাকে ছিটকে দিয়েছে। আমি এখান থেকেই দলকে উৎসাহ দেব এবং অন্য আরেকজন ভক্তের মতো দলকে সমর্থন দেব।’

আরও পড়ুন:

» ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে ফিরে আসার বার্তা দিলেন ফাহমিদুল

» রোনালদোর সামনেই ‘সিউ’ উদযাপন, সেমির পথে পর্তুগালের ধাক্কা

সরাসরি যেভাবে দেখা যাবে খেলা :

বিপুল আগ্রহ থাকলেও এই খেলা সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশি সমর্থকরা উরুগুয়ের বিপক্ষে হতে যাওয়া আর্জেন্টিনার এই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি সরাসরি দেখতে পারবেন Sportzfy অ্যাপে। এ ছাড়াও ‘টফি’ ও ‘ইয়াসিন টিভি’ অ্যাপেও দেখা যাবে এই খেলা।

আর্জেন্টিনা স্কোয়াড-

এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, , নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো।

ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল