বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বিশ্বকাপেও শিরোপা ধরে রাখতে চায়। সেভাবেই এগিয়ে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের দিকে। বাছাইপর্বে টানা তিন ম্যাচ জয় পেয়েছে লিওনেল মেসিরা। আজ ভোরে হারিয়েছে প্যারাগুয়েকে।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আজ শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে ঘরের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল স্কালোনির শিষ্যরা। ম্যাচের একদম শুরুর দিকে নিকোলাস ওতামেন্দির একমাত্র গোলে জয় পেয়েছে মেসিরা।
জয়-পরাজয়ের চেয়ে এই ম্যাচ ঘিরে বেশি আলোচনা ছিল মেসির মাঠে নামা নিয়ে। সব শঙ্কা উড়িয়ে দিয়ে ম্যাচের ৫৩ মিনিটে আলাভেরাজকে উঠিয়ে নিয়ে মেসিকে নামান স্কালোনি। গোল না পেলেও ম্যাচের বাকি সময় প্রতিপক্ষকে বেশ ব্যস্ত রেখেছিলেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর।
এদিন ইনজুরি থেকে ফেরা লিওনেল মেসি ছিলেন না শুরুর একাদশে। ম্যাচের শুরুতে ওতামেন্দির দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। এরপর বারবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি বিশ্ব চ্যাম্পিয়নরা। ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণ বাড়ায় প্যারাগুয়ে। কিন্তু আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেনি, জালেও বল পাঠাতে পারেনি। তবে পয়েন্টে ভাগ বসাতে পারেনি। ওতামেন্দির একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে লা আলবেসিলাস্তারা।
টানা তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে বাছাইপর্বের পরবর্তী ম্যাচে নামবে আর্জেন্টিনা।
আরও পড়ুন: বিশ্বকাপ বাছাই: শেষ মুহূর্তের গোলে ড্র করল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৩/এজে