মাঠে গড়িয়েছে কোপা আমেরিকা। নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানাডার বিরুদ্ধে ২-০ গোলের জয়ে আসর শুরু করলো লিওনেল মেসিরা। ম্যাচে মেসি কোনো গোল না পেলেও গোলে সহযোগিতা করেছেন।
এদিন আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেছেন জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে দারুণ দাপট দেখিয়েও প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ করে মেসিরা। সহজ সুযোগ হাতছাড়া করে হতাশা বাড়ান ডি মারিয়া। এদিন কোপা আমেরিকায় এতদিন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। একইসঙ্গে তিনি প্রথম কোনো আলবিসেলেস্তে ফুটবলার যিনি সাতটি কোপা আসর খেলছেন।
বিরতির পর আর্জেন্টিনাকে লিড এনে দেন জুলিয়ান আলভারেজ। শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করেছেন লাউতারো মার্টিনেজ। আলভারেজের গোলের এসিস্ট করেন ম্যাক অ্যালিস্টার আর মেসির সহায়তায় গোল করেন মার্টিনেজ।
এবারের কোপায় অভিষেক হওয়া কানাডা প্রথমার্ধে ভালোই খেলেছে। নিজেরাও হাতছাড়া করেছে গোলের সুযোগ। ৬৫ শতাংশ বল দখলে রেখে মেসি–মার্টিনেজরা শট নিয়েছেন ১৯টি, এর মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে ১০ শটের মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে কানাডা।
আরও পড়ুন: সুপার এইটের দুই ম্যাচসহ আজকের খেলা (২১ জুন ২৪)
ক্রিফোস্পোর্টস/২১জুন২৪/এজে