Connect with us
ফুটবল

দুই প্রীতি ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার, ম্যাচ কবে কখন?

argentina vs ecuador and guatemala
দুই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ইকুয়েডর ও গুয়াতেমালা। ছবি- সংগৃহীত

আর এক মাস পরেই মাঠে গড়াবে কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আলবিসেলেস্তরা। দুই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ইকুয়েডর ও গুয়াতেমালা।

এদিকে প্রীতি ম্যাচ দুটির জন্য ২৯ জনকে নিয়ে স্কোয়াড গড়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

প্রীতি ম্যাচ কবে কখন?

দলপ্রতিপক্ষতারিখভেন্যু
আর্জেন্টিনাইকুয়েডর৯ জুনশিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়াম
আর্জেন্টিনাগুয়েতেমালা১৪ জুনওয়াশিংটন ডিসি

দক্ষিণ আমেরিকান ফুটবলের এই লড়াইয়ে অংশ নেওয়ার টিকিট রয়েছে ইকুয়েডরের। তবে জায়গা মেলেনি গুয়াতেমালার।

জানা গেছে, ২৯ সদস্যের স্কোয়াড থেকে ২৬ জনই থাকবে কোপা আমেরিকার দলে থাকছেন। তাই ম্যাচ দুটিতে মূল লড়াইয়ের আগে দলের আত্মবিশ্বাস ঝালিয়ে নিতে চান কোচ স্কালোনি।

তবে ইকুয়েডরের বিপক্ষে কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে বলে শিষ্যদের আগেই বার্তা দিয়ে রেখেছেন টিম আর্জেন্টিনার এই হেডমাস্টার। বলেন, সামনে যে দুটি ম্যাচ আছে, এতেই দল প্রস্তুত হয়ে যাবে। তবে ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ। এছাড়া গুয়েতেমালা ম্যাচও ভালো হবে।

ইকুয়েডরের সাম্প্রতিক পারফরম্যান্সম কেমন?

আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য আঞ্চলিক বাছাইয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচের ১টিতে হেরেছে ইকুয়েডর। এছাড়া সর্বশেষ পাঁচ ম্যাচে ৩ জয় ও ২ ড্র তাদের।

আর্জেন্টিনার ২৯ সদস্যের স্কোয়াড

ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমোরুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মর্ন্টিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লুকাস এম কুয়ারা, নিকোলাস ওতামেন্ডি, লিসার্ন্দো মার্টিনেজ, মার্কোস এক্যুনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্টিন বার্কো, গুইদো রদ্রিগেজ, লিয়ার্ন্দ্রো প্যারাদেস, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, রদ্রিগো ডি পল, এক্সেকুয়েল প্যালাসিওস, এঞ্জো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, ভালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, অ্যঞ্জেল কোরেরা, আলেসান্দ্রো গার্নাচো, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, আনহেল ডি মারিয়া।

আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে কোপা আমেরিকার।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখবেন যেভাবে

ক্রিফোস্পোর্টস/২০মে২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল