২০২২ বিশ্বকাপে শিরোপা জয়ের পর থেকেই উড়ছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। গত বছর প্রীতি ম্যাচ খেলেছে বেশকিছু। সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বও খেলেছে। তবে এই বছরের তিন মাস পেরিয়ে গেলেও মাঠে নামা হয়নি। শুরু হচ্ছে সেই মিশন। এ বছরের প্রথম ম্যাচ খেলতে আগামীকাল ভোর ৬টায় প্রথম মাঠে মেসিরা।
শনিবার (২৩ মার্চ) আর্জেন্টিনার ম্যাচটি হবে এল সালভাদরের বিরুদ্ধে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ৫টি ম্যাচের পর ২০২৪ সালে প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। চলমান ফিফা উইন্ডোতে মূলত কোপা আমেরিকাকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল মুখোমুখি হবে এল সালভাদর।ম্যাচটি লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড হল ফিলাডেলফিয়া, স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনা ও এল সালভাদর মুখোমুখি বা হেড টু হেড পরিসংখ্যানে এগিয়ে রয়েছে আলবেসেলিস্তারা। যেখানে আর্জেন্টিনা, এল সালভাদর নিজেদের মাঝে ২ বার মোকাবেলা করেছে, যার ২টি ম্যাচে জয় আর্জেন্টাইনদের।
এ ম্যাচে আর্জেন্টিনার লাইনআপ হবে ৪-৩-২-১ অপর দিকে এল সালভাদরের লাইনআপ হতে পারে রক্ষণাত্মক ৪-৪-২। কিন্তু বাংলাদেশ থেকে আর্জেন্টিনা বনাম এল সালভাদর আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচটি দেশীয় কোন স্যাটেলাইট টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। কিন্তু খেলাটি অনলাইনে ফেসবুক, ইউটিউব এবং fifa+, sony LIV apps ও ফুবোটিভিতে subscription শর্ত অনুযায়ী সরাসরি লাইভ উপভোগ করতে পারবেন।
স্পোর্টিং নিউজের সূত্র অনুযায়ী এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর সম্ভাব্য একাদশ হতে পারে এমন। এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, নিকোলাস ওদামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, ইজাকুয়েল বার্কো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যালেক্সিক ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ ও লওতারো মার্টিনেজ।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২৬ : বাছাই পর্বে বাংলাদেশের অবস্থান কত?
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এজে/এমটি