কাতার বিশ্বকাপ শেষ হয়েছে বছর তিনেক আগে। ক্যালেন্ডারের পাতা উল্টে এলো ২০২৫ সাল। তবে ক্যালেন্ডারের পাতা বদলে গেলেও যেন বদলায়নি আর্জেন্টিনার সাফল্যের চিত্র। কাতার বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিকভাবে একের পর এক সাফল্যের উচ্ছ্বাসে মাতছে আলবিসেলেস্তরা।
৩৬ বছরের বিশ্ব শিরোপার আক্ষেপ ঘুছিয়ে কাতারে নিজেদের ইতিহাসে তৃতীয় শিরোপা উঁচিয়ে ধরে লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজরা। এতেই থেমে থাকেনি চ্যাম্পিয়নরা। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে লিওনেল মেসির দল। এ নিয়ে ট্রফি ক্যাবিনেটে ১৬টি শিরোপা সাজিয়েছে দলটি। যা ল্যাতিন আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।
শুধু মহাদেশীয় শিরোপা নয়, কাতার বিশ্বকাপের পর থেকে মাঠের ফুটবলেও দুর্দান্ত আর্জেন্টিনা। যার ছাপ পড়েছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে। ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে লিওনেল মেসির দল। নতুন বছরেই ২০২৬ বিশ্বকাপে খেলার জায়গা পাকাপোক্ত করবে দলটি।
আরও পড়ুন :
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক
» শ্রীলঙ্কায় দারুণ জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ
» তামিমের সঙ্গে বিসিবির বৈঠক, কী সিদ্ধান্ত এলো?
একনজরে আর্জেন্টিনার ২০২৫ সালের যত ম্যাচ
২০২৪ সালে বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকা ও প্রীতিম্যাচ মিলিয়ে মোট ১৬ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এতে ১২ ম্যাচে জয়ের বিপরীতে হেরেছে কেবল ২ ম্যাচে। বাকি দুই ম্যাচের ড্র এর দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
নতুন বছরে আন্তর্জাতিক ফুটবলে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যস্ততা মূলত ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব ঘিরেই। ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের সেরা ৬ দল বিশ্বকাপে সরাসরি অংশ নিবে। সেক্ষেত্রে মেসিদের সামনে বিশ্বকাপের রাস্তা বেশ সহজই বলা চলে। কারণ বাছাইপর্বে ১২ ম্যাচ শেষে টেবিলের শীর্ষ অবস্থান করছেন মেসিরা। ৮ জয়, ৩ পরাজয় আর ১ ড্রতে তাদের পয়েন্ট ২৫।
টেবিলের দুইয়ে থাকা উরুগুয়ের তাদের থেকে ৫ পয়েন্ট কম। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থা বেশ নাজুক। এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে সেলেসাওরা ৫টি জয়, ৪টি হার এবং ৩টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। নতুন বছরে খানিকটা পা হড়কালেই ফিকে হয়ে যেতে পারে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী মার্চে মাঠে নামবে ব্রাজিল। একই সময়ে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দলও। ২১ মার্চ পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে আর্জেন্টিনা। এর দিন চারেক পর ২৪ মার্চ নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নামবেন মেসিরা।
একনজরে পূর্ণাঙ্গ ম্যাচসূচি
তারিখ | ম্যাচ |
২১ মার্চ | উরুগুয়ে-আর্জেন্টিনা (বিশ্বকাপ বাছাইপর্ব) |
২৪ মার্চ | আর্জেন্টিনা-ব্রাজিল (বিশ্বকাপ বাছাইপর্ব) |
৫ জুন | চিলি-আর্জেন্টিনা (বিশ্বকাপ বাছাইপর্ব) |
৮ জুন | আর্জেন্টিনা-কলম্বিয়া (বিশ্বকাপ বাছাইপর্ব) |
১০ সেপ্টেম্বর | আর্জেন্টিনা-ভেনেজুয়েলা (বিশ্বকাপ বাছাইপর্ব) |
৫ সেপ্টেম্বর | ১– ইকুয়েডর-আর্জেন্টিনা (বিশ্বকাপ বাছাইপর্ব) |
ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২০২৫/টিএইচ/এসএ