আর্জেন্টিনার তরুণ সেনসেশন আলেহান্দ্রো গারনাচোর আইডল ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলেনও তার আইডলের যে ক্লাবে খেলে তারকা হয়ে ওঠা সেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। নিজের আইডলের রেড ডেভিলদের হয়ে এক সঙ্গে ম্যাচ খেলারও অভিজ্ঞতা হয়েছে তার। এবারের প্রিমিয়ার লিগে যেন রোনালদোর বাইসাইকেল গোলেরই অনুকরণ করে বসলেন গারনাচো। এভারটনের বিপক্ষে করা সেই গোলটি প্রিমিয়ার লিগের ২০২৩/২৪ মৌসুমের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।
২০২১ সাল থেকে রেড ডেভিলদের সিনিয়র দলে থাকলেও ২০২৩/২৪ মৌসুম থেকে বেশি বেশি সুযোগ পেতে থাকেন গারনাচো। আর সেই সুযোগের সদ্ব্যবহারটা কি দারুণভাবেই না করলেন এই আর্জেন্টাইন উইঙ্গার। এই মৌসুমে ইউনাইটেডের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোল করেছেন গারনাচো।
এর মধ্যে গত ২৬ নভেম্বর এভারটনের বিপক্ষে দৃষ্টিনন্দন এক বাই সাইকেল কিকে গোল করে বসেন তিনি। ইউনাইটেড তখন ডান প্রান্ত থেকে আক্রমণে উঠেছে আর গারনাচো তখন প্রতিপক্ষের ডি-বক্সের বাঁ কোণায় অবস্থান নিয়েছে। ডান প্রান্ত থেকে বক্সে উড়ে আসা বল বাই সাইকেল কিকে আড়াআড়িভাবে এভারটনের জালে জড়ান এই আর্জেন্টাইন তরুণ।
এভারটন গোলরক্ষক পিকফোর্ড বাম দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় করা সেই গোলে সবাইকে মন্ত্রমুগ্ধ করে দেন এই তরুণ উইঙ্গার। বাইসাইকেল গোলটি করার পর উদযাপনেও যেন সেই রোনালদোর কথা সবাইকে মনে করিয়ে দিলেন তার মত করে উদযাপন করার মধ্য দিয়ে।
গারনাচোর সেই বাই সাইকেল গোলসহ এভারটনের গোলবারের জাল মোট তিন বার কাঁপিয়ে ম্যাচটি ম্যান ইউনাইটেড ৩-০ তে জিতে নেয়। এবার সেই গোলটির স্বীকৃতিস্বরূপ সেটিকে ২০২৩/২৪ প্রিমিয়ার লিগ মৌসুমের সেরা গোল হিসেবে নির্বাচন করেছে কর্তৃপক্ষ।
আর আর্জেন্টাইনদের মধ্যে মৌসুম সেরা গোল নির্বাচিত হওয়ার ঘটনা এটি দ্বিতীয় বারের মত ঘটলো। এর আগে ২০২১ সালে টটেনহাম হটস্পারে খেলা এরিক লামেলার গোল মৌসুম সেরার স্বীকৃতি পেয়েছিল।
আরও পড়ুন: বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিতে চান রিশাদ
ক্রিফোস্পোর্টস/২৭মে২৪/এমএস/বিটি