আসন্ন নারী ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দেশ ছেড়ে উড়াল দেওয়ার আগে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। আর এতেই বিশ্বকাপের প্রস্তুতি সারল আলবি সেলেস্তরা।
শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় মাঠে গড়ায় ম্যাচটি। এতে আর্জেন্টিনার মেয়েরা ৪-০ উড়িয়ে দিয়েছে পেরুকে।
ম্যাচে গোল করেন-মারিয়ানা ল্যারোকুয়েট, এস্তেফানিয়া বানিনি, ইয়ামিলা রদ্রিগেজ ও ক্যামিলা গোমেজ আরেস।
এদিন ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। পরে বিরতির ঠিক আগ মুহূর্তে ৪৩ মিনিটে ব্যবধান দিগুণ করেন বানিনি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও আক্রমণাত্মক হয়ে উঠে আকাশী নীলরা। পেরুর রক্ষণভাগ কোণঠাসা করে ৬১ মিনিটে ব্যবধান হয় ৩-০। পরে ম্যাচের অতিরিক্ত সময়ে ক্যামিলার গোলে এক হালি গোল পূর্ণ করে আর্জেন্টনা।
এদিকে বিশ্বকাপের আগে দুর্দান্ত এ জয় আর্জেন্টিনার মেয়েদের আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছেছে। আগামী ২০ জুলাই পর্দা উঠবে নারী ফুটবল বিশ্বকাপের। নবম এ আসরের আয়োজক দেশ যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবারের আসরের পর্দা নামবে ২০ আগস্ট। এদিন বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে শিরোপার লড়াই।
বিশ্বকাপে জি গ্রুপে খেলবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ ইতালি, সুইডেন ও দক্ষিণ আফ্রিকা।
আর্জেন্টিনার গ্রুপ পর্বের তিন ম্যাচ:
২৪ জুলাই আর্জেন্টিনা বনাম ইতালি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১২টা।
২৭ জুলাই আর্জেন্টিনা বনাম দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৬টা।
২ আগস্ট আর্জেন্টিনা বনাম সুইডেন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১টা।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেল ব্রাজিলের মেয়েরা
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই/এসএ