Connect with us
ফুটবল

বিশ্বকাপে টিকে থাকতে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

Crifo Argentina
রাতে মাঠে নামবে আর্জেন্টিনা, হারলেই বিশ্বকাপ থেকে বিদায়

ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কায় আর্জেন্টিনার কিশোরীরা। কেননা গ্রুপপর্বে দুটি ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের মুখ দেখেনি তারা। উল্টো একটি হার ও একটি ড্রতে ব্যাকফুটে রয়েছে। আজ রাত দুইটায় গ্রুপপর্বে শেষ ম্যাচ খেলতে নামবে মেসির দেশের কিশোরী দল।

কলম্বিয়ায় চলমান নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপের এফ গ্রুপে খেলছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে কোরিয়ার কাছে ৬-২ গোলে উড়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে মাত্র একটি পয়েন্ট তুলেছে।

আজ রাত দুইটাই কলম্বিয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে কোস্টারিকার। সুপার সিক্সটিনে যেতে হলে আজ জয় অবশ্যই প্রয়োজন আর্জেন্টাইন কিশোরীদের। ম্যাচটি বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি দেখাবে না। এই ম্যাচটি দেখা যাবে লাইভ স্ট্রিম ফুবো বা ভিএক্সে। এছাড়াও দেখা যাবে লাইভস্পোর্টস ও ইয়াল্লা ওয়েবসাইটে। এছাড়া ফিফা প্লাসের ওয়েবসাইটেও দেখা যাবে।

আরও পড়ুন :

» অন্তিম সময়ে গোল খেয়ে সিরিজ হাতছাড়া হলো বাংলাদেশের

» বিশ্বকাপে যে রেকর্ড এই চার ক্রিকেটার ছাড়া আর কারো নেই 

এফ গ্রুপে দুটি জয় পেয়ে শীর্ষে আছে উত্তর কোরিয়া। একটি জয় ও এক ড্রতে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নেদারল্যান্ডস। গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হওয়া নেদারল্যান্ডস যদি কোরিয়ার কাছে হারে তবে সুযোগ থাকবে আর্জেন্টিনার। আর যদি ওই ম্যাচ ড্র হয় তবে আর্জেন্টিনার জিতলেও কাজ হবে না।

এবারের আসরে টানা তিনটি ম্যাচ জিতে সুপার সিক্সটিন নিশ্চিত করেছে ব্রাজিলের কিশোরীরা। এ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে স্বাগতিক কলম্বিয়া ও মেক্সিকো। বি গ্রুপ থেকে ব্রাজিলের সাথে পরের রাউন্ডে পা রেখেছে ফ্রান্স।

সি গ্রুপ থেকে স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা এবং ডি গ্রুপ থেকে জার্মানি ও নাইজেরিয়ার মেয়েরা শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে। ই গ্রুপ থেকে জাপান-অস্ট্রিয়া এবং এফ গ্রুপ থেকে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস সমীকরণের দিকে তাকিয়ে রয়েছে সবাই।

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল